সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৪
মঙ্গলবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার মির্জাপুর মধ্যেপাড়া জামে মসজিদের কাছে ওই হত্যাকান্ডের ঘটনা ঘটে। এসময় ওই বিএনপি নেতার মোটরসাইকেলে থাকা কামাল তারফদার গুলিতে আহত হন। পরে বাগেরহাটের পুলিশ সুপার ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। ঘটনস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করেছে পুলিশ।
নিহত সজীব তরফদার (৪৫) বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ছিল বলে জানা গেছে। তিনি ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। সজীব তরফদার ডেমা গ্রামের সিদ্দিক তরফদারের ছেলে।
আহত কামাল তরফদারকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে সজীব তরফদার মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বাগেরহাট শহরের দিকে যাচ্ছিলো। মোটরসাইকেলটি মির্জাপুর মধ্যেপাড়া জামে মসজিদের কাছে পৌছালে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার গতিরোধ করে। এর পর সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।
পুলিশ ঘটনাস্থল থেকে সজীবের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ আরো জানান, হত্যাকারিদের ধরতে পুলিশের একাধিক টিম বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে। তবে তাতক্ষনিক ভাবে হত্যাকান্ডের কারণ জানতে পারেনি পুলিশ।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি