সিলেট ২৫শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
২০২০ সালের সেরা ১০০ অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী নারীর তালিকা প্রকাশ করেছে বিবিসি। তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের রিনা আক্তার ও রিমা সুলতানা রিমু।
তালিকার ছয় নম্বর নামটি রিনা আক্তারের। করোনা মহামারির সময় আয়হীন যৌনকর্মীদের ঘরে খাবার পৌঁছে দিয়েছেন রিনা। তিনি ও তার সহযোগীরা সপ্তাহে প্রায় ৪০০ যৌনকর্মীদের ঘরে খাবার পৌঁছে দিয়েছেন । একসময় যৌনকর্মী হিসেবে কাজ করা রিনা আক্তার বিবিসিকে বলেন, ‘মানুষ আমাদের অবজ্ঞা করে। কিন্তু, আমরা পেটের দায়ে এ কাজ করি। আমি চেষ্টা করছি যেন এই পেশার নারীরা অভুক্ত না থাকে এবং তাদের সন্তানদের এই পেশায় আসতে না হয়।’
তালিকার ৮৫ নম্বর নামটি ইয়ং ওমেন লিডার ফর পিসের একজন সদস্য রিমা সুলতানা রিমুর। কক্সবাজারের বাসিন্দা রিমা রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে বিভিন্ন মানবিক কার্যক্রম করছেন। তিনি রোহিঙ্গা নারী ও শিশুদের জন্য ন্যূনতম শিক্ষা, যেমন: স্বাক্ষরজ্ঞান, সংখ্যাজ্ঞান নিশ্চিত করতে ক্লাস পরিচালনা করেন।
দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের চার জন, পাকিস্তানের দুই জন, আফগানিস্তানের দুই জন এবং নেপালের একজন নারী রয়েছেন এই শীর্ষ ১০০ নারীর তালিকায়।
বিবিসি এই তালিকা তৈরির জন্য নিজস্ব টিম এবং বিবিসির বিভিন্ন ভাষার নেটওয়ার্ক টিমের সমন্বয়ে নামের একটি শর্ট লিস্ট করে। সেখানে প্রধান্য পায় বছরের আলোচিত বা গুরুত্বপূর্ণ শিরোনাম তৈরি করেছেন যারা, সেই সব নারীরা। খবরে না আসা নারীরাও বাদ যান না। তাদের গুরুত্বপূর্ণ এবং অনুপ্রেরণামূলক কাজগুলোকে তুলে ধরার চেষ্টাতেই এই তালিকা তৈরি করে বিবিসি।
এ বছরের থিম ছিল ‘পরিবর্তনে নেতৃত্বদানকারী নারী’। সে অনুযায়ী শর্ট লিস্ট থেকে চূড়ান্ত ১০০ জনের তালিকা তৈরি করা হয়।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি