সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৩
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা বলেছেন, একটি বিস্তৃত রদবদলের অংশ হিসেবে সোমবার ব্রাভারম্যান বরখাস্ত হয়েছেন।
খবরে বলা হয়, গত শনিবার লন্ডনে ফিলিস্তিনিপন্থি একটি বড় বিক্ষোভ মিছিলে পুলিশের দায়িত্ব পালন নিয়ে সমালোচনা করেছিলেন ব্রাভারম্যান। তিনি ওই বিক্ষোভকে ‘বিদ্বেষমূলক মিছিল’ বলেও মন্তব্য করেন। যার জেরে লন্ডনে উত্তেজনা আরও বৃদ্ধি পায়।
এরপরই বিরোধী দলের সংসদ সদস্যরাসহ সুনাকের নিজের দল কনজারভেটিভ পার্টির সদস্যদের কাছ থেকেও ব্রাভারম্যানকে সরিয়ে দেওয়ার চাপ আসে। একপর্যায়ে প্রধানমন্ত্রী তাকে পদত্যাগ করতে বলেন বলে জানান ওই কর্মকর্তা। ব্রাভারম্যান তা মেনে নিয়ে সরে যাচ্ছেন বলেও জানান তিনি।
এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাসও ব্রাভারম্যানকে স্বরাষ্ট্রমন্ত্রী করেছিলেন। কিন্তু সেবার ব্যক্তিগত ইমেইল থেকে ‘অফিসিয়াল ডকুমেন্ট’ পাঠানো কাণ্ডের জেরে হইচই শুরু হলে দায় স্বীকার করে নিয়ে পদত্যাগ করেন ব্রাভারম্যান। সেবার তিনি মাত্র ৪৩ দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। এরপর ঋষি সুনাক প্রধানমন্ত্রী হওয়ার পর আবার ব্রাভারম্যানকে দায়িত্বে ফিরিয়ে আনেন।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি