সিলেট ৫ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২২
♦সিলেট প্রেসক্লাব আয়োজিত আলোচনা সভায় বক্তারা♦
ভাষা আন্দোলনে সিলেট অগ্রণী ভূমিকা পালন করেছে
প্রভাতবেলা প্রতিবেদক♦ ভাষা আন্দোলনে সিলেট অগ্রণী ভূমিকা পালন করেছে। মাতৃভাষা বাংলার দাবিতে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে সিলেটে। সিলেটের দেখানো পথ ধরেই ভাষা আন্দোলন ঢাকাসহ দেশব্যাপী ছড়িয়েছে বলে জানিয়েছেন সিলেট প্রেস ক্লাব আয়োজিত আলোচনা সভায় বক্তারা।
বক্তারা বলেন, ভাষা আন্দোলন আমাদের অগ্রগতি, স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সংস্কৃতি চর্চার উন্মেষ, মেধাও বিকশিত হয় ভাষা আন্দোলনের মাধ্যমে। এখন নতুন প্রজন্মের কাছে মাতৃভাষার প্রতি ভালোবাসা কমে যাচ্ছে। তারা ভিন্ন ভাষায় আকৃষ্ট হচ্ছে। এ ব্যাপারে অভিভাবকদের আরও দায়িত্বশীল হতে হবে। ভিন্ন ভাষা চর্চার আগে ভালো করে মাতৃভাষা শিখার প্রতি গুরুত্ব দিতে হবে। বাংলা ভাষা আজ বিশ্বব্যাপী একটি সমৃদ্ধ ভাষা হিসেবে সমাদৃত। সর্বোপরি বাংলা ভাষার লালন, বিকাশ ও উন্নয়নে কাজ করতে হবে।
রোববার(২০ ফেব্রæয়ারী) দুপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট প্রেসক্লাব আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, বিশ্বের মধ্যে একমাত্র জাতি বাঙালি যারা মায়ের ভাষার জন্য রক্ত ঝরিয়েছে, জীবন দিয়েছে। ভাষা শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত মহান শহীদ দিবস আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে।
আরও বলেন, বাংলা ভাষা আজ বিশ্বব্যাপী সমাদৃত। কিন্তু দুঃখজনক হলেও সত্য ভাষা আন্দোলনের ৭০ বছর অতিক্রম হলেও এখনও সর্বত্র বাংলা ভাষার ব্যবহার হচ্ছে না। ভাষা শহিদদের প্রতি যথাযথ সম্মান জানাতে হলে আমাদেরকে সর্বত্র বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে হবে।
ক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী বলেন, বাংলা ভাষাকে রাষ্ট্রীয়ভাবে পূর্ণতা দেওয়া এখন সময়ের দাবি। ভাষা আন্দোলনের ৭০ বছর পরও সর্বত্র বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে না পারা চরম ব্যর্থতা। আমাদের মাতৃভাষাকে ভালোবাসতে হবে। আমাদের সন্তানদের আগে বাংলা ভাষা, পরে ভিন্ন ভাষা শিখাতে হবে।
ক্লাবের আমীনুর রশীদ চৌধুরী মিলনায়তনে ক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকীর সভাপতিত্বে আয়োজিত সভায় মূখ্য আলোচক ছিলেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক, দৈনিক সিলেটের ডাকের নির্বাহী সম্পাদক ও গবেষক আবদুল হামিদ মানিক। সভার শুরুতেই কুরআন তেলাওয়াত করেন ক্লাবের নির্বাহী সদস্য আব্দুর রাজ্জাক।
ক্লাবের সাধারণ সম্পাদক আবদুর রশিদ মো. রেনু পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- ক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, সহ-সভাপতি আব্দুল কাদের তাপাদার, দৈনিক প্রভাতবেলা’র সম্পাদক কবীর আহমদ সোহেল, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক প্রণবকান্তি দেব, সাংবাদিক গল্পকার সেলিম আওয়াল, নির্বাহী সদস্য এম আহমদ আলী, ক্লাব সদস্য চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, মো. মুহিবুর রহমান, এমএ মতিন, আবু সাঈদ মো. নোমান, দিগেন সিংহ ও মারুফ হাসান।
উপস্থিত ছিলেন- ক্লাবের সাবেক সহ সভাপতি আতাউর রহমান আতা,সাবেক সহ-সাধারণ সম্পাদক ইয়াহইয়া ফজল, নির্বাহী সদস্য আশকার ইবনে আমিন লস্কার রাব্বী, আব্দুল বাতিন ফয়সল, শেখ আশরাফুল আলম নাসির, নৌসাদ আহমদ চৌধুরী, এম রহমান ফারুক প্রমুখ।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি