মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই ♦️ফয়সল চৌধুরী

প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই ♦️ফয়সল চৌধুরী

মাদক থেকে দুরে রাখতে খেলাধূলার বিকল্প নেই ♦️ফয়সল চৌধুরী 

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবক ও কিশোর-কিশোরীদের খেলাধুলার মধ্যে রাখতে হবে। খেলাধুলা করলে যেমন শরীর ভালো থাকে তেমনি মনও ভাল থাকবে।
তিনি আরও বলেন, এই ধরনের ক্রীড়া আয়োজন যুব সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুস্থ দেহ ও মনের জন্য খেলাধুলার বিকল্প নেই। আমি আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি।
তিনি বলেন, যারা এই সুন্দর আয়োজনের মাধ্যমে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলছেন, ভবিষ্যতে এমন আয়োজনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে বিয়ানীবাজারের ফেনগ্রাম চন্দ্রগ্রাম বাগন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জনকল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত আব্দুল্লাহ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
জনকল্যাণ সমিতি ফেনগ্রাম এর সভাপতি কামরুজ্জামান এর সভাপতিত্বে ও জনাব বদরুল আলম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১০নং মুড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান ফরিদ আল মামুন, বিয়ানীবাজার উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক ও ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর প্যানেল মেয়র মিছবাহ উদ্দিন, জনকল্যাণ সমিতি ফেনগ্রাম সাবেক সভাপতি দেলওয়ার হোসেন, জনকল্যাণ সমিতি ফেনগ্রাম সহ-সভাপতি আব্দুল হামিদ, বিয়ানীবাজার উপজেলা বিএনপি প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়েজ আহমদ, বিয়ানীবাজার উপজেলা বিএনপি সহ-শ্রম বিষয়ক সম্পাদক হোসেন আহমদ মেম্বার, প্রবাসী বিষয়ক সম্পাদক আব্দুল গফুর, বিয়ানীবাজার পৌর যুবদলের যুগ্ম সম্পাদক জানে আলম, উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক এ হাসনাত জামিল, সিলেট জেলা ছাত্রদল যুগ্ম সম্পাদক আহসান জামিন, কামাল হোসেন, মাহবুব আলম, ওমর, খায়রুল ইসলাম, জসিম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক বিশিষ্ট সমাজসেবক মো. আব্দুল্লাহ।
খেলায় আয়োজক কমিটি ছিলেন আব্দুদ দাইয়ান, সাইদুর রহমান, রুহিন ইসলাম, হাসান, নাইমুর রহমান, শিব্বির, রায়হান, হোসাইন, আরিফ, মাহিন, হানিফ, এমাদ।
খেলায় চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে নাইম-মিজান (বদরুল জুটি ফেনগ্রাম) এবং রানার্স আপ ট্রফি অর্জন করে গৌরব-তানভীর (এ আর টি গ্রুপ বিডি চান্দগ্রাম)।
উল্লেখ্য, আব্দুল্লাহ ব্যাডমিন্টন টুর্নামেন্টকে কেন্দ্র করে ফেনগ্রামে ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি, মোটরসাইকেল, ফ্রিজসহ আকর্ষণীয় পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

আরও পড়ুন  চাঁদের অপেক্ষায় ভিন্ন ঈদ

বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ