যুবদলের তড়িৎ অ্যাকশন♦️চাঁদাবাজ মাধব বহিষ্কার

প্রকাশিত: ৩:৫৪ পূর্বাহ্ণ, মার্চ ১, ২০২৫

যুবদলের তড়িৎ অ্যাকশন♦️চাঁদাবাজ মাধব বহিষ্কার
  1. প্রভাতবেলা প্রতিবেদক ♦️যুবদলের তড়িৎ অ্যাকশন। সিলেট নগরীর জিন্দাবাজারে চাঁদাবাজ যুবদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীদের বিক্ষোভের কয়েকঘন্টার মধ্যে সেই চাঁদাবাজ যুবদল নেতাকে বহিষ্কার করেছে দলটি।

সিলেট মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক জয়দেব চৌধুরী মাধব জিন্দাবাজার এলাকার ফুটপাতের হকার ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করছে কয়েকদিন ধরে। ক্রমেই তার চাঁদার হার বাড়ছে। ফুটপাত ব্যবসায়ীদের ধরে নিয়ে গোপন আস্তানায় জিম্মি করে চাঁদা প্রদানে বাধ্য করত মাধবসহ যুবদলের একদল সশস্ত্র ক্যাডার। অসহায় ব্যবসায়ীরা বাধ্য হয়ে অনেকটা সমঝোতা করে চাঁদা প্রদান করতো।

এতে বেপরোয়া হয়ে উঠে মাধব গং। সম্প্রতি মাধব চাঁদার হার বাড়িয়ে দেয়। ২৮ ফেব্রুয়ারী মাধব একলক্ষ টাকা চাঁদা দাবী করে। এতে ব্যবসায়ীরা অপারগতা প্রকাশ করে। এতে ক্ষিপ্ত হয়ে মাদব ও তার ক্যাডাররা একজন বয়স্ক ব্যবসায়ীকে ধরে নিয়ে যায়। ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠেন ব্যবসায়ীরা। তারা সন্ধ্যায় জিন্দাবাজারে বিক্ষোভ করে সড়ক অবরোধ করেন।

আরও পড়ুন  কিনব্রিজ সংস্কারের উদ্যোগ, প্রায় ৩ কোটি টাকা বরাদ্ধ

খবর পেয়ে স্থানীয় বিএনপি নেতারা ঘটনাস্থলে যান। তাঁরা বিষয়টির সুষ্ঠ সমাধানের আশ্বাস দেন।

নেতৃবৃন্দের আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করেন ব্যবসায়ীরা। এ ঘটনার কয়েকঘন্টার মধ্যেই কেন্দ্রীয় যুবদল মাধবকে বহিষ্কার করে বিজ্ঞপ্তি পাঠায় গণমাধ্যম অফিসে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২৮ ফেব্রুয়ারী জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির স্বাক্ষর করা প্রেসবিজ্ঞপ্তিতে  সিলেট মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক জয়দেব চৌধুরী মাধব কে প্রাথমিক ভাবে সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতৃবৃন্দের অপর্কমের দায়ভার দল গ্রহন করবে না এবং সেইসাথে যুবদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ দেওয়া হয়।

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়েছে।

প্রসঙ্গতঃ যুবদল মাধবকে বহিষ্কার করলেও প্রশাসন মাধব গংদের বিরুদ্ধে এখনো কোন ব্যবস্থা নেয়নি। মাধবের সঙ্গীয় অধিকাংশ চাদাবাজ যুবদল নামধারী হলেও এরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক ছাত্রলীগের ক্যাডার

আরও পড়ুন  রংপুরে ৩ হাজার পিস ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ