সিলেট ২১শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, মে ৬, ২০২০
লাইফস্টাইল ডেস্ক:
প্রাণঘাতী করোনাভাইরাসের প্রধান উপসর্গ হচ্ছে– জ্বর, ঠাণ্ডা, কাশি ও গলাব্যথা। তাই এ সময় জ্বর হলে অনেকে দুশ্চিন্তায় পড়ে যান। তবে জ্বর হলে ভয়ের কিছু নেই। চিকিৎসকের কাছে যেতে হবে এমন নয়, পরামর্শ নিয়ে ঘরেই চিকিৎসা নিতে পারেন।
শরীরের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে বেশি তাপমাত্রাকে আমরা জ্বর বলি। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, শরীরে স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে ৯৮.৮৬ ডিগ্রি ফারেনহাইট বা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা এর বেশি হলে তা জ্বর। তবে জ্বরে সঙ্গে কিছু উপসর্গ আছে, যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
জেনে নিন কখন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন-
১. শরীরের তাপমাত্রা যদি ১০০.৮ ডিগ্রি ফারেনহাইটের বেশি হয়।
২. শুকনো কাশি ও শ্বাসকষ্ট হলে।
৩. জ্বরের সঙ্গে খিচুনি হলে ও চামড়ায় লালচে দাগ দেখা দিলে।
৪. হৃদস্পন্দন বেড়ে গেলে।
৫. মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় তীব্র ব্যথা থাকলে।
এসব সমস্যা দেখা দিলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
প্রভাতবেলা/এমএ
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি