সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:৫৫ পূর্বাহ্ণ, মার্চ ৫, ২০২৪
সোমবার (৪ মার্চ) দুপুরে নগরীর শাহজালাল উপশহর এলাকার ই ব্লকের ২ নম্বর রোডের ২৯ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১১টার দিকে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে পুলিশ।
জানা যায়, সোমবার সকালে রাফি ও তার মামা আবু সুফিয়ানকে বাসায় রেখে বাহিরে যান পরিবারের লোকজন। পরে বাসায় ফিরে তারা দেখেন রুম তালাবদ্ধ। এমনকি রাফির কোনো খোঁজ খবর পাচ্ছিলেন না। একপর্যায়ে পুলিশ এসে তালাবদ্ধ রুম থেকে রাফির মরদেহ উদ্ধার করে। রাফির শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
নিহতের স্বজনদের ধারণা, ব্যবসার টাকা নিয়ে রাফির সঙ্গে তার মামা আবু সুফিয়ানের ঝগড়া হয়। একপর্যায়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করে পালিয়ে যান মামা আবু সুফিয়ান।
শাহপরান থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি