সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:২৪ পূর্বাহ্ণ, এপ্রিল ১, ২০২৪
রোববার (৩১ মার্চ) রাত ১১টার দিকে শুরু হওয়া ঘণ্টাব্যাপী এই ঝড়ের তাণ্ডবে ভেঙে যায় সুনামগঞ্জ সদর ও শান্তিগঞ্জ উপজেলার অসংখ্য ঘরবাড়ি, গাছপালা ও দোকানপাট।
ঝড়ের সময় সিএনজি অটোরিকশায় করে সুনামগঞ্জ পৌর শহরের সদর হাসপাতালে যাচ্ছিলেন কয়েকজন। পথে কালিবাড়ি পয়েন্টের পুরাতন শিল্পকলা একাডেমির সামনে একটি গাছ সিএনজি অটোরিকশার উপরে ভেঙে পড়লে তিনজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ওয়ালীউল্লাহ বলেন, ঝড়ের সময় হাসপাতালে যাওয়ার পথে একটি গাছ সিএনজি অটোরিকশার উপরে ভেঙে পড়ে। এতে তিনজন আহত হন।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, ঝড়ের তাণ্ডবে এই উপজেলায় শতাধিক ঘরবাড়ি ও দোকানের ক্ষতি হয়েছে।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি