সিলেট ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৫
প্রভাতবেলা ডেস্ক: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের ভ্যান থেকে হাতকড়া পড়া অবস্থায় লাফ দিয়ে মাদকসহ আটক স্বামী-স্ত্রী পালিয়ে গেছেন। রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের বাবুরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভূরুঙ্গামারী থানার ওসি মুনিরুল ইসলামকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে। একইসঙ্গে অভিযানে যাওয়া ভূরুঙ্গামারী থানার এক এসআই ও এক এএসআইসহ ৬ পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মাসুদ রানা এসব তথ্য নিশ্চিত করেছেন।
পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীরা হলেন- হাফিজুর রহমান ও তার স্ত্রী সমেলা বেগম। তারা উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের বাবুরহাট এলাকার বাসিন্দা। অভিযানে তাদের কাছে থাকা ১৬২০ ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে এ ঘটনায় ভূরুঙ্গামারী থানার ওসি মুনিরুল ইসলামকে জেলা বিশেষ শাখায় (ডিএসবি) বদলি করা হয়েছে। একইসঙ্গে অভিযানে থাকা পুলিশের এসআই আরিফ মাহমুদ আপেল, এএসআই আলমগীর হোসেন সোহাগ ও চার কনস্টেবলকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক উদ্ধারের ঘটনায় হাফিজুর ও তার স্ত্রীকে আসামি করে মামলা হয়েছে। একইসঙ্গে পুলিশের কাজে বাধাদান ও আসামি ছিনতাইয়ের অভিযোগে পৃথক আরও একটি মামলা হয়েছে। ওই মামলায় ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে।
ভূরুঙ্গামারী থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, পুলিশের ভ্যান থেকে হাতকড়া পড়া অবস্থায় আসামি ছিনিয়ে নেয়া হয়েছে। তারা এখনো পলাতক রয়েছেন। হাতকড়াও উদ্ধার হয়নি। পুলিশের কাজে বাধাদান ও আসামি ছিনতাইয়ের অভিযোগে হওয়া মামলায় আনোয়ার হোসেন ও তার বাবা আব্দুস সালাম নামে দুই আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
এএসপি মো. মাসুদ রানা বলেন, ওসিকে বদলি করা হয়েছে। এক এসআই ও এএসআইসহ ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি