হামলা ভাংচুরের সাথে সম্পৃক্ত হলেই বহিস্কার – সিলেট যুবদল

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৪

হামলা ভাংচুরের সাথে সম্পৃক্ত হলেই বহিস্কার – সিলেট যুবদল

প্রভাতবেলা প্রতিবেদক♦ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগরের পক্ষ থেকে বলা হয়েছে, কোন ধরেনের বিশৃংখলা হামলা ভাংচুরের সাথে কোন নেতাকর্মী সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া গেলে দল থেকে বহিস্কার করা হবে। যুবদল কোন অপকর্মের সাথে সম্পৃক্ত ছিলনা, আগামীতেও থাকবেনা। ১২ আগস্ট সোমবার দুপুরে সিলেট নগরীর সুপ্রীম হোটেলের কনফারেন্স হলে আযোজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা সাধারণ সম্পাদক ও কেন্দ্রিয় ‍যুবদলের সহ সাধারণ সম্পাদক মকসুদ আহমদ। উপস্থিত ছিলেন জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনের পুরো বক্তব্য নীচে দেয়া হলো।

দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে
সংবাদ সম্মেলন
১২ আগস্ট, ২০২৪ ঃ স্থান- হোটেল সুপ্রীম।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর।

সম্মানিত সাংবাদিকবৃন্দ
আসসালামু আলাইকুম। এই শ্রাবণ দুপরে অনাবিল শুভেচ্ছা আপনাদের প্রতি। দীর্ঘ দেড় দশক জাতির ঘাড়ে চেপে বসা জগদ্দল পাথর ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর জাতি স্বস্তির নি:শ^াস ফেলছে। দেশের ছাত্র-জনতার জীবন আর রক্তের বিনিময়ে পৃথিবীর ইতিহাসে বিরল অভ‚্যত্থানে স্বৈরাচারী খুনী হাসিনার কবল থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছে। ৫ আগস্ট ২০২৪ দেশের মানুষ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে।
বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলন থেকে এক দফার আন্দোলনে যে সমস্ত ছাত্র- নাগরিক শাহাদত বরণ করেছেন আমরা তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। যে সমস্ত ছাত্র- জনতা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আহত হয়েছেন, চিকিৎসাধীন রয়েছেন তাদের আশু সুস্থতা কামনা করছি । আমরা আন্দোলনে অংশগ্রহণকারী সর্বস্তরের ছাত্র জনতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অভিনন্দন জানাচ্ছি অভ্যূত্থানে বিজয়ী বীর ছাত্র- জনতাকে।
বিশেষ ভাবে স্মরণ করছি, ১৯ জুলাই নগরীর কোর্ট পয়েন্টে পুলিশের বেপরোয়া গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাবকে। তাঁর আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। অবিলম্বে তুরাব হত্যাকারীদের গ্রেফতারপূর্বক বিচারের আওতায় আনার দাবী জানাচ্ছি।
আজকের এইদিনে শ্রদ্ধাভরে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে।
ফ্যাসিস্ট সরকারের ভয়ঙ্কর নির্মমতার স্বীকার আপোষহীন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসীম দু:সাহসী ত্যাগের প্রতি সশ্রদ্ধ কৃজ্ঞতা জানাচ্ছি। আমরা কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ জানাচ্ছি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি। যাঁর অটল অবিচল দিক নির্দেশনা, ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন সংগ্রামে প্রেরণা যুগিয়েছিল। অবিলম্বে তাকে দেশে ফিরিয়ে আনার দাবী জানাচ্ছি আমরা।
জাতির বিবেক কলম সৈনিকবৃন্দ
জাতির আনন্দ স্বস্তির এই মূহুর্তে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে জরুরী বার্তা দিতে ও আপনাদের সহযোগিতার প্রত্যাশায় আজকের এই সংবাদ সম্মেলন। আপনার জানেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে লুটপাট, ভাংচুর, হামলা , অগ্নিসংযোগের ঘটনার খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে । কোন কোন জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ীঘর ও উপাসনালয়ে হামলা ভাংচুরের খবর শোনা যাচ্ছে। এসব ঘটনার কোনটা সঠিক, কোনটা গুজব তা আপনারা ভাল জানেন। তবে বিক্ষুব্ধ জনতার পাশাপাশি ষড়যন্ত্রকারী মহলের ইন্ধনে বিচ্ছিন্ন কিছু ঘটনা দেশের বিভিন্ন স্থানে ঘটছে। যদিও পূণ্যভ‚মি সিলেটের কোথাও এধরনের ঘটনার সুনির্দ্বিষ্ট কোন খবর পাওয়া যায়নি। আমরা আপনাদের মাধ্যমে গোটা দেশবাসীকে জানিয়ে দিতে চাই এ ধরণের কোন ঘটনার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কিংবা জাতীয়তাবাদী আদর্শের কোন নেতা কর্মীর সম্পৃক্ততা নেই।
আমরা দলীয় নেতাকর্মীদের ইতোমধ্যেই জানিয়ে দিয়েছি, অতি উৎসাহী হয়ে কেউ বিশৃংখল আচরণ করলে তাৎক্ষণিক দল থেকে বহিস্কার করা হবে। কোন বিশৃংখল আচরণে সিলেট যুবদলের কোন নেতা কর্মীর সম্পৃক্ততা আপনাদের চোখে ধরা পড়লে আমাদের অবহিত করবার অনুরোধ জানাচ্ছি। আমাদের নেতাকর্মীরা সিলেট নগরী, সিলেট জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন এমনকি গ্রামে গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির পাহারা, বাড়ী বাড়ী গিয়ে তাদের খোঁজ খবর নেয়া সহ প্রয়োজনীয় সহযোগিতা করে যাচ্ছেন। আমাদের ইতিবাচক কর্মতৎপরতা মিডিয়ার প্রচার করে ভালো কাজে উৎসাহ প্রদানের প্রত্যাশা রাখি।
সমাজের দর্পণ সাংবাদিক ভাইয়েরা
আমাদের প্রিয় মাতৃভ‚মি বাংলাদেশ। গত দেড় দশকে ধ্বংসস্তৃপে পরিণত হয়েছে। অধিকারহারা মানুষ অনেকটা দিশেহারা জীবন যাপন করছে। গুম, খুন, মামলা, গ্রেফতার তান্ডবে আতঙ্কিত দিন কাটিয়েছে মানুষ। শেখ হাসিনার পালিয়ে যাবার মধ্য দিয়ে একটি শান্তি সমৃদ্ধিও দেশ গড়বার স্বপ্ন আকাঙ্খা আমাদের। সবার সম্মিলিত প্রচেষ্টায় তা বাস্তবায়ন সম্ভব বলে আমরা বিশ^াস করি। আমরা প্রতিদ্বন্দিতায় বিশ^াসী, প্রতিহিংসায় নয়। আমরা নিয়মতান্ত্রিক পন্থায় গণতান্ত্রিক রাজনীতি চর্চায় বিশ^াসী। হঠকারীতা, অস্ত্রবাজি, আইনশৃংখলা বাহিনীকে লাটিয়াল বাহিনী হিসেবে ব্যবহারের রাজনীতি আমরা আর চাইনা।
সাংবাদিক বন্ধুগণ
আপনারা অনেকেই অবগত আছেন, জুলাই – আগস্টের আন্দোলনে প্রায় ৩ শতাধিক ছাত্র- নাগরিককে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন অসংখ্য মানুষ। জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলার ৭০ জন নেতা কর্মী গুরুতর আহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন অর্ধশত নেতা কর্মী। এদের মধ্যে ১০ জনের অবস্থা এখনো আশঙ্কাজনক। আমরা প্রতিটি হত্যার সুষ্টু বিচার দাবী করছি। আহতদের চিকিৎসায় যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য সরকারের কাছে দাবী জানাচ্ছি। আপনারা জানেন, বিগত ১৫/১৬ বছরে আমাদের উপর মামলার পাহাড় চাপিয়ে দেয়া হয়েছে। এই অবিচার জুলুমের সর্বশেষ ঘটনা গত ১৯ জুলাই। পুলিশ গুলি করে সাংবাদিক এ টি এম তুরাবকে হত্যা করে । যার জলন্ত সাক্ষী আপনারা। অথচ বিএনপি যুবদল ছাত্রদল ও বিরোধীমতের রাজনৈতিক নেতৃবৃন্দসহ আড়াই হাজার নেতাকর্মীকে আসামী করে হত্যা মামলা দিয়েছে। আমরা এই অনাচার, মিথ্যাচারের অবসান চাই। সাংবাদিক তুরাব হত্যাকারী পুলিশের দৃষ্টান্তমূলকশাস্তি চাই।
সাংবাদিক বন্ধুগণ
আজকের এই সময়ে বক্তব্যে কলেবর বড় করতে চাইনা। আরেকটি বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি মাত্র। আপনারা সবাই জানেন আমাদের নেতা সিলেটের বলিস্ট কন্ঠস্বর এম ইলিয়াস আলীকে স্তব্ধ করতে গুম করেছিল খুনী হাসিনার বিশেষ বাহিনী। একই সাথে গুম হয়েছেন আনছার আলী ও জুনেদ আহমদ। গুম করা হয়েছে ছাত্রনেতা ইফতেখার আহমদ দিনারকে। এতগুলো বছর প্রতীক্ষায় কাতর তাদের পরিবার স্বজন পরিজন এবং আমরা। ডাইনী হাসিনার অন্ধকার প্রকোস্ট ‘ আয়নাঘর’ থেকে অনেকেই মুক্তি পেয়েছেন। এই খবরে আমরাও আশান্বিত হই, গুম হওয়া আমাদের নেতাদের ফেরত পাব। এ ব্যাপারে লেখনি শক্তির মাধ্যমে আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছ্।ি
পরিশেষে, দ্ব্যার্থহীন ভাষায় আবারো আমরা ঘোষণা করছি কোন ভাংচুর,হামলা, অগ্নিসংযোগ কোন বিশৃংখল আচরণের সাথে যুবদলের কোন সম্পৃক্ততা নেই। যুবদলের কোন নেতাকর্মী এসব ঘটনার সাথে সম্পৃক্ত থাকার প্রমাণ পেলে তাকে দল থেকে বহিস্কার করা হবে। অন্তর্বতীকালিন সরকার স্বল্পতম সময়ের মধ্যে মানুষের ভোটাধিকার প্রতিষ্টা করে নির্বাচন দেবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনরায় নিয়ে দেশ পরিচালনা করবে। ইনশাআল্লাহ। এই প্রত্যাশা, আশাবাদ ব্যক্ত করে আগামীদিনে রাষ্ট্রমেরামতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করছি।
আমাদের আমন্ত্রণে স্বল্প সময়ে আপনাদের উপস্থিতির জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আরও পড়ুন  হবিগঞ্জে কলেজছাত্রীকে ধর্ষণ, আইনজীবী কারাগারে

আল্লাহ হাফেজ”

 

 

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ