অনুপ ঘোষাল আর নেই

প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৩

অনুপ ঘোষাল আর নেই
প্রভাতবেলা ডেস্ক: বরেণ্য সংগীতশিল্পী অনুপ ঘোষাল মারা গেছেন। শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৮ বছর। এবিপি আনন্দ এক প্রতিবেদনে জানিয়েছে, গত ৭ দিন ধরে কলকাতার রাসবিহারী ফর্টিস হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন অনুপ ঘোষাল। সেখানেই মারা যান তিনি।

 

অনুপ ঘোষালের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শোকবার্তায় তিনি লিখেছেন, বিশিষ্ট সংগীতশিল্পী ও সুরকার ড. অনুপ ঘোষালের প্রয়াণে গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় প্রয়াত হন। নজরুলগীতি ছাড়াও বাংলা, হিন্দিসহ অন্যান্য ভাষার চলচ্চিত্রে সংগীত পরিবেশন করেছেন। আমি অনুপ ঘোষালের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি। ১৯৬৬-৬৭ সালে সংগীত ভারতী ডিগ্রি পরীক্ষায় (ক্লাসিক্যাল মিউজিক) প্রথম স্বর্ণপদক লাভ করেন। একই বছর জাতীয় পণ্ডিত নির্বাচিত হন (শাস্ত্রীয় সংগীতে সর্বোচ্চ অবদান)।

আরও পড়ুন  ব্রিকসের নতুন ৬ সদস্য, নেই বাংলাদেশ

 

১৯ বছর বয়সে চলচ্চিত্রে প্রথম প্লেব্যাক করেন অনুপ ঘোষাল। কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের ‘গুপী গাইন বাঘা বাইন’ সিনেমার গানে কণ্ঠ দেন তিনি। ১৯৮০ সালে ‘হীরক রাজার দেশে’ সিনেমার গানে কণ্ঠ দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। বাংলা ও হিন্দি চলচ্চিত্র ছাড়াও ভোজপুরিসহ কয়েকটি ভাষার গান কণ্ঠে তুলেছেন এই শিল্পী। সংগীতশিল্পী অনুপ ঘোষাল রাজনীতিতে যোগ দিয়েছিলেন। ২০১১ সালে তাকে তৃণমূল কংগ্রেসের টিকিট দেন মমতা ব্যানার্জি। উত্তরপাড়া আসন থেকে পশ্চিমবঙ্গের বিধানসভার সদস্য নির্বাচিত হন তিনি।

সর্বশেষ সংবাদ