সিলেট ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৩
অনুপ ঘোষালের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শোকবার্তায় তিনি লিখেছেন, বিশিষ্ট সংগীতশিল্পী ও সুরকার ড. অনুপ ঘোষালের প্রয়াণে গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় প্রয়াত হন। নজরুলগীতি ছাড়াও বাংলা, হিন্দিসহ অন্যান্য ভাষার চলচ্চিত্রে সংগীত পরিবেশন করেছেন। আমি অনুপ ঘোষালের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি। ১৯৬৬-৬৭ সালে সংগীত ভারতী ডিগ্রি পরীক্ষায় (ক্লাসিক্যাল মিউজিক) প্রথম স্বর্ণপদক লাভ করেন। একই বছর জাতীয় পণ্ডিত নির্বাচিত হন (শাস্ত্রীয় সংগীতে সর্বোচ্চ অবদান)।
১৯ বছর বয়সে চলচ্চিত্রে প্রথম প্লেব্যাক করেন অনুপ ঘোষাল। কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের ‘গুপী গাইন বাঘা বাইন’ সিনেমার গানে কণ্ঠ দেন তিনি। ১৯৮০ সালে ‘হীরক রাজার দেশে’ সিনেমার গানে কণ্ঠ দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। বাংলা ও হিন্দি চলচ্চিত্র ছাড়াও ভোজপুরিসহ কয়েকটি ভাষার গান কণ্ঠে তুলেছেন এই শিল্পী। সংগীতশিল্পী অনুপ ঘোষাল রাজনীতিতে যোগ দিয়েছিলেন। ২০১১ সালে তাকে তৃণমূল কংগ্রেসের টিকিট দেন মমতা ব্যানার্জি। উত্তরপাড়া আসন থেকে পশ্চিমবঙ্গের বিধানসভার সদস্য নির্বাচিত হন তিনি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি