আজিম হত্যার পুনর্বিচার দাবী

প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২৫

আজিম হত্যার পুনর্বিচার দাবী

প্রভাতবেলা প্রতিবেদক ♦ সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আজিম উদ্দিনকে আল্লাহ পাক শহীদ হিসেবে কবুল করুন। তাঁর পরকালীন জিন্দেগী শান্তিময় করুন। আজিম হত্যার সুষ্ঠু বিচার পাননি তাঁর পরিবার। এই নির্মম হত্যাকান্ডের পুণর্বিচারের যে দাবী তার পরিবার করছে আমরা এই দাবীর প্রতি একাত্মতা প্রকাশ করছি।

নুরজাহান মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদারের ছোট ভাই আজিম উদ্দিনের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে  কাইয়ুম চৌধুরী একথা বলেন।

২৫ জুলাই বাদ জুমআ দক্ষিণ সুরমার সিলাম সুড়িগাও নিজ বাড়ীতে আয়োজিত এই স্মরণ সভায় সভাপতিত্ব করেন শহীদের বড়ভাই অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার।

স্মরণ সভায় বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল, শিক্ষক নেতা অধ্যাপক ফরিদ আহমদ, অধ্যাপক মনিরুল ইসলাম,  অধ্যাপক আব্দুল মুনিম পারভেজ, অধ্যাপক আব্দুল জলিল, অধ্যাপক এম এ আজিজ, অধ্যাপক এম এ বায়েস, বিএনপি নেতা তাজুল ইসলাম, স্থানীয় মুরব্বি উস্তার মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শহীদের স্বজন পরিজন।

আরও পড়ুন  নিউজার্সিতে ঈদুল ফিতরের অসাধারণ খুতবা

প্রসঙ্গত: ১৯৯৩ সালের ২৩ জুলাই স্থানীয় মসজিদে বাক বিতন্ডতার এক পর্যায়ে দুর্বৃত্তরা এলোপাতাড়ি আঘাত করে আজিম উদ্দিন কে হত্যা করে।

আজিম উদ্দিনের নির্মম হত্যাকান্ডের প্রভাবশালী মহলের নানামুখী ষড়যন্ত্রে হত্যা মামলার বিচারকার্য বাধাগ্রস্ত হয়। শহীদ পরিবার সুষ্ঠু বিচার পাননি। এমন অভিযোগ শহীদের বড়ভাই নিজাম উদ্দিন তরফদারের।

প্রতিবছরের মত এবারও শাহাদাত বার্ষিকী উপলক্ষে কুরআন খতম,  দোয়া মাহফিল,  শিরনী বিতরণ ও স্মরণ সভা আয়োজন করে তরফদার পরিবার।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ