করোনার নতুন ‘হটস্পট’ জাউয়া, একদিনে আক্রান্ত ২২জন

প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, জুন ৮, ২০২০

করোনার নতুন ‘হটস্পট’ জাউয়া, একদিনে আক্রান্ত ২২জন

 

মাসুদ আহমেদ:

 

সুনামগঞ্জের ছাতকে নতুন করে ২৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। রবিবার উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী এ তথ্য পাওয়া গেছে। নতুন করে করোনায় আক্রান্ত ২৩ জনের মধ্যে ২২ জনই জাউয়া ইউনিয়নের বাসিন্দা। তাই ভয়ংকর করোনার নতুন হটস্পট হিসেবে আর্বিভূত হয়েছে বাণিজ্যিক কেন্দ্র “জাউয়া ও তৎসংলগ্ন এলাকা ” ।

 

জাউয়া বাজার ইউনিয়নের ২২ জনের মধ্যে করোনা আক্রান্ত জাউয়া গ্রামের ৬ জন, খিদ্রাকাপন গ্রামের ৩ জন, কৈতক গ্রামের ১১ জন, গণিপুর গ্রামের ১ জন ও বড়কাপন গ্রামের একজন রয়েছেন।

 

এ ব্যাপারে জাউয়া বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুরাদ হোসেন জানান, আক্রান্তদের মধ্যে একই পরিবারের একাধিক সদস্যও রয়েছেন । স্থানীয় প্রশাসনের সহযোগিতার করোনা আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার পাশাপাশি তাদের কাউন্সেলিংয়ের মাধ্যমে মানসিক সহায়তা প্রদান করা হচ্ছে ।

 

আরও পড়ুন  দোয়ারাবাজারে ৫ জুয়াড়ি আটক

গত দু’দিনে এ উপজেলার ১০০ জনের নমুনা প্রেরণ করা হলে ৪৮ জনের নমুনা পরীক্ষা শেষে ২৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। ৫২ জনের ফলাফল সোমবার আসতে পারে বলে জানান কৈতক হাসপাতালের আরএমও ডা. মোজাহারুল ইসলাম। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিসিআর ল্যাবের পাঠানো রিপোর্ট অনুযায়ী রবিবার নতুন করে এখানে ২৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ