সিলেট ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, জুন ৮, ২০২০
মাসুদ আহমেদ:
সুনামগঞ্জের ছাতকে নতুন করে ২৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। রবিবার উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী এ তথ্য পাওয়া গেছে। নতুন করে করোনায় আক্রান্ত ২৩ জনের মধ্যে ২২ জনই জাউয়া ইউনিয়নের বাসিন্দা। তাই ভয়ংকর করোনার নতুন হটস্পট হিসেবে আর্বিভূত হয়েছে বাণিজ্যিক কেন্দ্র “জাউয়া ও তৎসংলগ্ন এলাকা ” ।
জাউয়া বাজার ইউনিয়নের ২২ জনের মধ্যে করোনা আক্রান্ত জাউয়া গ্রামের ৬ জন, খিদ্রাকাপন গ্রামের ৩ জন, কৈতক গ্রামের ১১ জন, গণিপুর গ্রামের ১ জন ও বড়কাপন গ্রামের একজন রয়েছেন।
এ ব্যাপারে জাউয়া বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুরাদ হোসেন জানান, আক্রান্তদের মধ্যে একই পরিবারের একাধিক সদস্যও রয়েছেন । স্থানীয় প্রশাসনের সহযোগিতার করোনা আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার পাশাপাশি তাদের কাউন্সেলিংয়ের মাধ্যমে মানসিক সহায়তা প্রদান করা হচ্ছে ।
গত দু’দিনে এ উপজেলার ১০০ জনের নমুনা প্রেরণ করা হলে ৪৮ জনের নমুনা পরীক্ষা শেষে ২৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। ৫২ জনের ফলাফল সোমবার আসতে পারে বলে জানান কৈতক হাসপাতালের আরএমও ডা. মোজাহারুল ইসলাম। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিসিআর ল্যাবের পাঠানো রিপোর্ট অনুযায়ী রবিবার নতুন করে এখানে ২৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি