করোনায় আ.লীগ নেতার মৃত্যু

প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২০

করোনায় আ.লীগ নেতার মৃত্যু

প্রভাতবেলা প্রতিবেদক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মোশাররফ হোসেন মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি)।

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মারা যান তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযা সোমবার (২৮ সেপ্টম্বর) বাদ মাগরিব হাওয়াপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের চিকিৎসক ডা. চয়ন রায় বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোশাররফ হোসেন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সোমবার সকালে তিনি মারা যান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ