কানাডায়  বঙ্গবন্ধুর জন্মদিনে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী 

প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, মার্চ ২১, ২০১৭

 বর্ণিল আয়োজনে ও ​বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কানাডার রাজধানী শহর​ অটোয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিবস উদযাপন করলো বাংলাদেশ হাই কমিশন।অটোয়ার শিশুদের জন্য ​দিনটি​ ছিলো​এক বিশেষ অানন্দঘন​ দিন।সাপ্তাহিক ছুটির দিন রবিবার হওয়াতে বিপুল সংখ্যক শিশু ও অভিভাবকের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ৩৫০ স্পর্ক্স স্ট্রীটে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন কার্যালয়। অটোয়া ও পার্শ্ববর্তী বিভিন্ন শহর থেকে আগত শিশুদের
জন্য​ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন (১৭ই মার্চ, ২০১৭ উপলক্ষ্য)

চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন ​করে বাংলাদেশ হাই কমিশন​। এ বছর চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিষয় ছিলো – “বঙ্গবন্ধুর জন্মদিন, বাংলাদেশের খুশির দিন” (‘ক’ গ্রুপ – ৪ হতে ৮ বছর বয়সী শিশুদের জন্য) এবং “সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু” (‘খ’ গ্রুপ – ৯ হতে ১৫ বছর বয়সী শিশুদের জন্য)। রচনা প্রতিযোগিতার বিষয় ছিলো – “মহান নেতা বঙ্গন্ধু” (১৮ বছর পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত)।

​অটোয়া সেন্টারটাউন, অরলিন্স, বার হেভেন ও কানাটা থেকে ৩৫জন শিশু ​এ​ প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করে। রঙের তুলিতে তারা অঙ্কিত করে বাঙালী জাতির  প্রিয় নেতা ও স্বাধীন
​ বাংলাদেশের ​স্বপ্নদ্রষ্টা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
​ চিত্রাঙ্কন প্রতিযোগিতার পর অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধুর জীবন, আদর্শ ও রাজনৈতিক সংগ্রামের উপর বিস্তারিত আলোচনা। ​
অালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন কানাডা সফররত বাংলাদেশ সরকারের  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের  হাই কমিশনার মিজানুর রহমান ও তাঁর সহধর্মিনী মিসেস নিশাত রহমান। বাংলাদেশ হাই কমিশনের কূটনীতিকবৃন্দ, সকল কর্মকর্তা-কর্মচারী এবং হাই কমিশনের পরিবারেরর সকল সদস্য অনুষ্ঠানে যোগ দেন। বিশেষ আমন্ত্রণে অনুষ্ঠানে যোগ দেন কানাডা আওয়ামী লীগ, অটোয়া আওয়ামী লীগ, কুইবেক আওয়ামী লীগ এবং অন্টারিও আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সাংবাদিকগণ, পেশাজিবী, শিক্ষক ও বিপুল সংখ্যাক অভিভাবক।

​অনুষ্ঠান সমন্বয় করেন বাংলাদেশ হাই কমিশনের প্রথম সচিব অপর্ণা রাণী পাল

​, প্রথম সচিব (বাণিজ্যিক) দেওয়ান মাহমুদ, ও কাউন্সিলর মাকসুদ খান​

। ব্যবস্থাপনায় প্রথম সচিব আলাউদ্দিন ভুইয়া।অঙ্কিত চিত্রকর্মের বিচারকার্য সম্পাদনায় তিন সদস্যবিশিষ্ট কমিটির নেতৃত্ব দেন মিনিস্টার নাইম উদ্দিন আহমেদ।

আরও পড়ুন  আফগানিস্তানে বাংলাদেশি আইএস নেতা গ্রেফতার
‘ক’ গ্রুপের শিশুদের

(বয়স ৪-৮ বছর) চিত্রাঙ্কনে (বিষয় : “বঙ্গবন্ধুর জন্মদিন, বাংলাদেশের খুশীর দিন”) প্রথম স্থান অধিকার করে সার্ভিনাজ সাইদী, দ্বিতীয় উমায়জা খন্দকার এবং তৃতীয় হয় মানহা মোহসীন। ‘খ’ গ্রুপে শিশুদের (বয়স ​৯​-​১৫​ বছর)

চিত্রাঙ্কনে

​(বিষয় : “সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু”) ​
​প্রথম হয় ​মারুফ সাকী, দ্বিতীয় উমায়মাহ খন্দকার এবং তৃতীয় হয় জুবাইদা জারাহ। পুরস্কার বিতরণীর পর সকল শিশুর সাথে কেক কেটে ও শিশুদের কেক খাইয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উযাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী, হাই কমিশনার এবং উপস্থিত অতিথিবৃন্দ।

উৎসবমুখর পরিবেশে

​ আনন্দ-উদ্দীপনার সাথে​ কেক খেয়ে বঙ্গবন্ধুর
​ জন্মদিনকে উদযাপন করে শিশু, অভিভাবকসহ উপস্থিত অতিথিগণ

। ​আলোচনা সভায় প্রধান অতিথির  বক্তব্যে ​ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বলেন, “সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু। তিনিই বাঙালীকে দিয়েছেন আত্মপরিচয় এবং একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আজ পৃথিবীর প্রতিটি শহরের যেখানে বাঙালী আছে, সর্বত্রই তাঁর জন্মদিন পালিত হচ্ছে, আমাদের প্রবাসী প্রজন্ম জানছে তাদের মাতৃভূমির সর্বশ্রেষ্ঠ সন্তান, তাদের জাতির জনক বঙ্গবন্ধুকে।

আরও পড়ুন  লন্ডনে জমজমাট আয়োজনে বাঙালিদের পিঠা উৎসব
আলোচনা সভার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর শহীদ পরিবারের সদস্যবৃন্দের মাগফিরাত কামনায় এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করে বিশেষ ফাতিহা পাঠ ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন বাংলাদেশ হাই কমিশনের প্রশাসনিক কর্মকর্তা মোঃ শাহজাহান সিরাজ।

সর্বশেষ সংবাদ