কার্লোস-হার্নান্দেজের গোলে মেক্সিকোর টানা জয়

প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, জুন ২৩, ২০১৮

মাঠে ময়দানে ডেস্কঃ কার্লোস ভেলা ও হাভিয়ের হার্নান্দেজের গোলে রাশিয়া বিশ্বকাপে ‘এফ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দ কোরিয়াকে ২-১ গোলে হারিয়েছে মেক্সিকো।

 

গ্রুপ পর্বের দুই ম্যাচে টানা হারে ‘এফ’ গ্রুপের প্রথম দল হিসেবে রাশিয়া বিশ্বকাপ থেকে নিজেদের বিদায়ঘণ্টা বাজালো দক্ষিণ কোরিয়া।

 

ম্যাচের ২৭ মিনিটে অঘটন ঘটিয়ে বসে এশিয়ার দাপুটে এই দলটি।  কার্লোস ভেলার করা পেনাল্টি গোলে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো মেক্সিকো। আন্দ্রেস গুয়ারদাদোর পাস ঠেকাতে গিয়ে নিজেদের ডি বক্সে হাতে বল লাগে দক্ষিণ কোরিয়ান ডিফেন্ডার জাং হিউনসুর। হ্যান্ডবল ঘোষণা দেওয়ার পর পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে গোল করেন কার্লোস ভেলা।

 

বিরতীর পর ৬৬ মিনিটে ফরোয়ার্ড হ্যাভিয়ের হার্নান্দেজ তথা চিচারিতোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় মেক্সিকো। বিশ্বকাপে এটি তার চতুর্থ গোল। এই গোলে মেক্সিকোর হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডে লুইস হার্নান্দেজের পাশে নাম লেখালেন হ্যাভিয়ের হার্নান্দেজ।

আরও পড়ুন  জৈন্তাপুরে ওয়াজ মাহফিল নিয়ে অবরোধ: ৬ ঘন্টা পর প্রত্যাহার

অপেক্ষার সেই ক্ষণ ফুরোতে কালবিলম্ব হলো না। সনের গোলের ১ মিনিট না যেতেই শেষ বাঁশি বাজিয়ে খেলার সমাপ্তি ঘোষণা করলেন রেফারি।

 

এর আগে প্রথম ম্যাচে সুইডেনের কাছে ১-০ গোলে হারে কোরিয়া।  মেক্সিকোর বিপক্ষে দ্বিতীয় ম্যাচে হেরে গেছে ২-১ গোলের ব্যবধানে।

ফলে দলটি এখনও পয়েন্টশূন্য। গ্রুপ পর্বে তাদের বাকি আর মাত্র একটি ম্যাচ।

 

কেননা কোরিয়ার বিপক্ষে ২-১ গোল ব্যবধানের এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে এই গ্রুপে টেবিলের শীর্ষে মেক্সিকানরা। বিশ্বকাপের প্রথম জয়টি তারা তুলে নিয়েছিলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে।

এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে এই গ্রুপে টেবিলের শীর্ষে থেকে টুর্নামেন্টের শেষ ষোল’র পথ সুগম করলো মেক্সিকানরা।

গ্রুপের অপর দুই দলের প্রথমটি সবসময়ের শক্তিশালী জার্মানি এখনও কোন পয়েন্ট পায়নি। যদিও তাদের গ্রুপ পর্বে দুটি ম্যাচ হাতে আছে।

আর দ্বিতীয় স্থানে থাকা সুইডেনের পয়েন্ট ৩। তাদেরও গ্রুপ পর্বে আরো দুই ম্যাচ বাকি।

আরও পড়ুন  তাহের হত্যা মামলায় ৫জনের মৃত্যুদন্ড

 

 

সর্বশেষ সংবাদ