সিলেট ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:২৪ পূর্বাহ্ণ, জুন ৫, ২০১৯
প্রভাতবেলা ডেস্ক: মাত্র দুই ঘণ্টার ব্যবধানে সিদ্ধান্ত বদলে জাতীয় চাঁদ দেখা কমিটি জানিয়েছে, দেশের আকাশে হিজরি শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই মঙ্গলবারই (৪ জুন) শেষ হয়েছে রমজান মাস, বুধবার (৫ জুন) উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।
মঙ্গলবার রাত ১১টার দিকে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে কমিটির দ্বিতীয় বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এর আগে, বাদ মাগরিব থেকে প্রায় দেড় ঘণ্টা কমিটির প্রথম বৈঠক শেষে জানানো হয়, ৬৪ জেলার কোথাও চাঁদ দেখা যায়নি বিধায় রমজান মাস ৩০ দিন পূর্ণ করে বৃহস্পতিবার (৬ জুন) শাওয়াল মাস শুরু হবে। তাই ঈদ উদযাপনও হবে বৃহস্পতিবার।
তবে দেশের বিভিন্ন স্থান থেকে চাঁদ দেখা যাওয়ার খবর আসতে থাকায় ফের বৈঠকে বসে চাঁদ দেখা কমিটি। ডাকা হয় সাংবাদিকদের।
এরপর ধর্ম প্রতিমন্ত্রী ও চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ জানান, চাঁদ দেখা গেছে। বুধবার ঈদুল ফিতর উদযাপিত হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি