ছাতকের জাউয়ায় আরও ১৫জন করোনা আক্রান্ত

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, জুন ৯, ২০২০

ছাতকের জাউয়ায় আরও ১৫জন করোনা আক্রান্ত

 

প্রতিনিধি, ছাতক:

 

করোনা ভাইরাসের নতুন হটস্পট সুনামগঞ্জের ছাতক উপজেলার বাণিজ্যিক কেন্দ্র জাউয়া বাজার এলাকায় আরও ১৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে । এ নিয়ে গত দুই দিনে মোট ৩৭ জন করোনায় আক্রান্ত হলেন ।

 

এদিকে জাউয়া বাজার ছাড়াও ছাতক শহরের ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

 

গতকাল সোমবার শাবিপ্রবি’র পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা শেষে পাঠানো রিপোর্ট অনুযায়ী ছাতকের ২১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এর মধ্যে ছাতক শহরের মন্ডলীভোগ এলাকার ৩ জন, বাগবাড়ী এলাকার ১ জন, তাতিকোনা এলাকার ১ জন ও চরেরবন্দ এলাকার ১ জন রয়েছেন। জাউয়া ইউনিয়নের আক্রান্তদের মধ্যে জাউয়া গ্রামের ১১ জন, খিদ্রাকাপন গ্রামের ১ জন, রাউলিগ্রামের ৩ জন রয়েছেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী।

 

সোমবার পর্যন্ত ছাতকে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৯৪ জন, এর মধ্যে শুধুমাত্র জাউয়া বাজার ইউনিয়নেই আক্রান্ত ৫২ জন । ছাতক উপজেলা থেকে এ পর্যন্ত নমুনা প্রেরণ করা হয়েছে ৮৫৫ জনের। রিপোর্ট পাওয়া গেছে ৬৯৪ জনের। ছাতকে সুস্থ হয়েছেন ৬ জন, মৃত্যুবরণ করেছেন ৩ জন ও আইসোলেশনে রয়েছেন ৬৪ জন।

আরও পড়ুন  ছাতকের দোলারবাজার ইউনিয়নে মেম্বার প্রার্থী মোহাম্মদ নাছিরের মতবিনিময়

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ