সিলেট ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২০
প্রতিনিধি, ছাতক:
সুনামগঞ্জের ছাতক উপজেলায় হোম কোয়ারেন্টাইনে না থাকায় এক প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৮ মার্চ) বিকেলে ছাতকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচার চালানোর সময় ওই সৌদি ফেরত প্রবাসীকে জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) বিল্লাল হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব চক্রবর্তী, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রচার ও লিফলেট বিতরণ করা হচ্ছিলো। সেই সময় ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের হাসনাবাদ বাজারে এক সৌদি প্রবাসীকে ঘুরাঘুরি করতে দেখেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির ওই সৌদি প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে থাকার কথা বললে সৌদি প্রবাসী উনার কথা না শুনে পুনরায় বাজারে ঘুরাঘুরি করায় তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮’ এর মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির বলেন, আমরা করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা জন্য বাজারে গিয়েছিলাম। সেখানে এক সৌদি প্রবাসী হোম কোয়ারেন্টাইনে না থাকায় প্রথমে তাকে বুঝানো হলেও তিনি সেটি অমান্য করায় জরিমানা করা হয়েছে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি