সিলেট ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২১
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেটের জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থীর মধ্যে। শান্তিপূর্ণ ভোটে মাত্র দুই ভোটের ব্যবধানে বেসরকারিভাবে মেয়র পদে বিজয়ী হয়েছেন আব্দুল আহাদ।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন আওয়ামী লীগের আরেক বিদ্রোহী প্রার্থী ফারুক আহমেদ। আর নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান মেয়র খলিল উদ্দিন ষষ্ঠ হয়েছেন।
নির্বাচনী ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগ নেতা আব্দুল আহাদ নারিকেল গাছ প্রতীক নিয়ে দুই হাজার ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে বিদ্রোহ করে প্রার্থী হন। পরে তাকে বহিষ্কারও করা হয়েছিল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আরেক বিদ্রোহী ফারুক আহমদ জগ প্রতীকে পেয়েছেন দুই হাজার ৮১ ভোট।
হাড্ডাহাড্ডি লড়াইয়ে ছিলেন আল-ইসলাহর প্রার্থী মাওলানা হিফজুর রহমানও। তিনি মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন এক হাজার ৯৭৮ ভোট।
আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন ৬৬৯ ভোট পেয়ে ষষ্ঠ হয়েছেন। বিএনপির প্রার্থী ইকবাল আহমদ ধানের শীষ প্রতীকে ৬১০ ভোট পেয়ে সপ্তম হয়েছেন।
এছাড়া জাতীয় পার্টির প্রার্থী আবদুল মালেক ৭৬৯ ভোট, বিএনপির বিদ্রোহী প্রার্থী আবদুল্লাহ আল মামুন হীরা ১৮৫ ভোট ও স্বতন্ত্র প্রার্থী জাফরুল ইসলাম এক হাজার ১৫৬ ভোট পেয়েছেন।
মেয়র পদে আব্দুল আহাদকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে জানিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার শাদমান সাকীব বলেন, ‘জকিগঞ্জ পৌরসভার ৯টি কেন্দ্রে দিনভর শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’
জকিগঞ্জ পৌরসভায় মোট ভোটার ১২ হাজার ৩৩৮ জন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি