জয়ের জন্মদিনে আর কেক কাটবেন না অপু বিশ্বাস

প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৩

জয়ের জন্মদিনে আর কেক কাটবেন না অপু বিশ্বাস
আব্রাম খান জয়। শাকিব খান-অপু বিশ্বাসের পুত্র । তারকাপুত্র হিসেবে সবার নজর কেড়েছে ইতোমধ্যে । প্রায়ই সোশ্যাল মিডিয়ায় জয়ের ছবি ও ভিডিও শেয়ার করেন মা অপু বিশ্বাস। মুহূর্তেই তা ভাই রাল হয়ে যায়। রাজধানীর অন্যতম ইংরেজি মাধ্যম ইন্টারন্যাশনাল স্কুলে পড়ছে জয়। মাঝেমধ্যে স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে জয়ের ভিডিও সামাজিক মাধ্যমে দেখা গেছে। আনন্দ ঝর্ণা ডেস্ক।
প্রায় এক মাস হতে চলল জয়কে নিয়ে কোনো ছবি কিংবা ভিডিও পোস্ট করেননি অভিনেত্রী। গুঞ্জন শোনা যাচ্ছে, জয়ের স্কুল পরিবর্তন করার কথা ভাবছেন অপু বিশ্বাস। এদিকে গত ৭ সেপ্টেম্বর একই স্কুলে শাকিব খান-শবনম বুবলীর ছেলে শেহজাদ খান বীরকেও ভর্তি করানো হয়েছে। স্কুলে যাওয়ার আগে বীরের কান্নাভেজা চোখ ক্যামেরায় ধরা পড়ে। বিষয়টি নজর এড়ায়নি অপু বিশ্বাসের।
বেশ কিছু ছবি পোস্ট করে বিশেষ এই দিনটির কথা সামাজিক মাধ্যমে জানিয়ে বুবলী লিখেছিলেন, ‘আজকের দিনটি আমার জন্য অনেক আবেগ, ভালোবাসা এবং মায়ার। কারণ আজ আমাদের শেহজাদ বাপজানের স্কুলের প্রথম দিন।’ শাকিব খানের দুই পুত্র জয় ও বীর একই স্কুলে পড়ছে জেনে অভিনেতার ভক্ত-অনুরাগীরা বেশ খুশি হয়েছিলেন।
ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, জয় যে স্কুলে পড়ছে, সেই স্কুলে বীরকে ভর্তির বিষয়টি ভালোভাবে নেননি অপু বিশ্বাস। অন্যদিকে প্রতিদিনই বুবলী নাকি স্কুলে গিয়ে জয়কে খুঁজছেন। অপু বিশ্বাসের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, একই স্কুলে জয় এবং বীর পড়ছে। স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে অপু বিশ্বাস-বুবলীর দেখা হতে পারে। এসব বিবেচনা করে জয়কে নিয়ে স্কুলে যাচ্ছেন না অপু বিশ্বাস।
এখন প্রশ্ন উঠেছে, তবে কি জয়ের স্কুল পাল্টাচ্ছেন অপু? যদিও বিষয়টি নিয়ে কোনো মন্তব্যে করতে চাননি অভিনেত্রী। এদিকে নিজের জন্মদিন উদযাপন করবেন না বলেও জানিয়েছেন অপু বিশ্বাস। শুধু তাই নয়, জয়ের জন্মদিনে কোনো কেক কাটা হবে না বলেও জানালেন এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস ক্ষোভের সুরে বলেন, আমি আর কেক কাটতে চাই না। গত বছর আমার ছেলের জন্মদিন থেকে আমি মা হিসেবে সিদ্ধান্ত নিয়েছি, আর কখনো জয়ের বার্থ ডে কেক কাটব না। আর আমিও কখনো আমার জন্মদিনের কেক কাটব না।
হঠাৎ কেন এমন সিদ্ধান্ত? জানতে চাইলে শুধু বললেন, সন্তান একজন মায়ের জন্য কি তা কোনো মা ভাষায় প্রকাশ করতে পারবে না। তার ব্যতিক্রম আমিও নই। জয়ের প্রথম বার্থ ডে থেকে পঞ্চম বার্থ ডে আমি খুব আনন্দ নিয়ে করেছি। ষষ্ঠ বার্থ ডে জয় তার পরিবারের সঙ্গে করেছে। ওই সময় একটা বিষয়ের পর আমার মনে হলো জয়ের জন্মদিন আর ঘটা করে না করি।
এরপর থেকে সিদ্ধান্ত নিই জন্মদিনে আর কখনো কেক কাটব না। প্রসঙ্গত, ২০০৮ সালে গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। পরে ২০১৬ সালে তাদের ঘর আলোকিত করে আসে সন্তান আব্রাম খান জয়। পরে দুজনের সম্পর্কে ফাটল ধরলে ২০১৮ সালে অপুকে ডিভোর্স দেন শাকিব। এরপর ২০১৮ সালে র ২০ জুলাই বিয়ে করেন শাকিব-বুবলী। ২০২০ সালের ২১ মার্চ তাদের সন্তান শেহজাদ খান বীর জন্ম নেয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ