জুড়ী’তে অজ্ঞাত যুবকের অবাক করা পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২২

জুড়ী’তে অজ্ঞাত যুবকের অবাক করা পরিচ্ছন্নতা অভিযান

জুড়ী’তে অজ্ঞাত যুবকের অবাক করা পরিচ্ছন্নতা অভিযান।

 

এম রাজু আহমদ,জুড়ী♦  অজ্ঞাত এক অদ্ভুত যুবক! যে যুবকটি দীর্ঘ কয়েকবছর যাবৎ একবারে বিনামূল্যে পুরো শহর পরিষ্কারকরণে ব্যস্ত। কোনোরূপ মূল্য ছাড়াই দিবারাত্রীর সবসময় শহর পরিচ্ছন্নতায় বেশ ব্যস্ত থাকতে দেখা যায় তাঁকে।

 

কাজ ছাড়া কখনোই তাঁকে বসে থাকতে দেখা যায়নি, ঝড়বৃষ্টি বা প্রাকৃতিক কোনো প্রতিকূলতায়ও। টাকাপয়সা বা কোনোধরনের খাদ্যদ্রব্য কেউ দিতে চাইলে সেটাও গ্রহণ করতে চান নি।

 

মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদরে দীর্ঘ কয়েকবছর যাবৎ মানসিক ভারসাম্যহীন এ যুবকটি অবাক হওয়ার মতো নিঃস্বার্থ কঠোর শ্রম দিয়ে যাচ্ছেন। তাঁর কোনো পরিচয় না পাওয়া গেলেও অনেকেই তাঁকে “আনোয়ার” বলে ডাকেন ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ