জুড়ীতে শ্রমিকের টাকা আত্মসাৎয়ের অভিযোগ

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০১৮

এম রাজু আহমেদ, জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতাঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলায় হতদরিদ্র শ্রমিকের মজুরির টাকা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে।

 

ঘটনাটি ঘটেছে উপজেলার ফুলতলা ইউনিয়নে।

 

হতদরিদ্র শ্রমিকরা মজুরির টাকা না পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।  অভিযোগে জানা যায়,  ১৫০ জন শ্রমিকের প্রত্যেকে  ২০০ টাকা করে তিনহাজার টাকা মজুরি পাওনা রয়েছে।  কর্মসৃজন কর্মসূচির (দ্বিতীয় পর্যায়) আওতায় ফুলতলা ইউনিয়নে পাঁচটি প্রকল্পের কর্মকর্তারা তাদের প্রাপ্প মজুরীর টাকা আত্মসাৎ করেছেন।

 

অভিযোগকারী প্রকল্প শ্রমিক কামরান মিয়া, উত্তম নায়েক, আমিন আলী, রেনু মিয়া, তইছ আলীরা জানান,  ‘হতদরিদ্রদের ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির (দ্বিতীয় পর্যায়) আওতায় ফুলতলা ইউনিয়নে পাঁচটি প্রকল্পে গ্রামীণ রাস্তা নির্মাণ ও সংস্কারকাজ হয়।

এসব কাজে ১৫০ জন শ্রমিক ছিলেন। প্রত্যেক শ্রমিক ২০০ টাকা করে তিনহাজার টাকা মজুরি পান।

 

১৫ জুলাই (রোববার) ব্যাংক থেকে প্রকল্পের টাকা উত্তোলন করা হয়। পরে প্রকল্প চেয়ারম্যান, ইউপি সদস্য জামাল উদ্দিন সেলিম, ইমতিয়াজ গফুর মারুফ ও কাজল বাউরি প্রকল্প সর্দার আলকাছ মিয়াসহ অপর সর্দারদের দিয়ে অফিসে দেয়ার কথা বলে, শ্রমিকদের নিকট থেকে মাথাপিছু এক হাজার টাকা করে দেড় লাখ টাকা তুলে নেন।

আরও পড়ুন  সিলেটে নতুন আক্রান্ত ৭৯ জন

প্রকল্প সর্দার আলকাছ মিয়া, ইউপি সদস্য জামাল উদ্দিন সেলিম, ইমতিয়াজ গফুর মা্রুফ ও কাজল বাউরি’র সংগে যোগাযোগ করা হলে তারা শ্রমিকদের এসব অভিযোগ অস্বীকার করেন।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ