জৈন্তাপুরে ওয়াজ মাহফিল নিয়ে অবরোধ: ৬ ঘন্টা পর প্রত্যাহার

প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০১৭

শাহজাহান কবির খান ও শোয়েব উদ্দিন, জৈন্তাপুর : উপজেলা চেয়ারম্যান , প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় ওয়াজ মাহফিলের অনুমতি দিলে অবরোধ প্রত্যাহার করে নেয়া হয়।  সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অবরোধ তুলে নিলে দুর্ভোগের অবসান হয়।

বিকেল ২টায় জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী অফিসার সোহেল মাহমুদ, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ সফিউল কবির, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এখলাছুর রহমান, সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, বীর মুক্তিযোদ্ধা আফতাব আলী, মাহফিল আয়োজনকারী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিরন মিয়া, ১৭ পরগনার মুরব্বী আব্দুস শুকুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, ইউপি সদস্য আব্দুল হাসিম ছন্দাই, ইউপি সদস্য আব্দুল আলী, এলাকার যুবসমাজ প্রবীন মুরব্বীদের নিয়ে বৈঠক বসে। বৈঠকে বাংলাদেশের বিভিন্ন এলাকা হতে আগত পর্যটকদের কথা বিবেচনা করে শর্ত সাপেক্ষে  মাহফিল করার আশ্বাস দিলে এলাকাবাসী তাদের অবরোধ প্রত্যাহার করে।

অপরদিকে বিকাল ৪টায় ফের মাহফিল বন্ধের দাবীতে সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর বাজারে রাস্তা অবরোধ করে  আহলে সুন্নত ওয়াল জমায়াত সমর্থনকারীরা। পরর্বততিে জৈন্তাপুর উপজলো চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন অবরোধকারীদের  সাথে আলোচনা করে এর স্থায়ী সমাধানরে জন্য আলোচনা করতে সম্মতি হলে অবরোধকারীরা  রাত ৭.৩০ টায় অবরোধ প্রত্যাহার করে নেয়।

ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে সিলেটের জৈন্তাপুর দফায় দফায় সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। ফলে চরম দূর্ভোগ পোহাতে হয় সহস্রাধীক পর্যটকবাহী বাস ট্রাক লেগুনা, নোহা যাত্রীবাহি বাস-মাইক্রোবাস ও রােগীবহনকারী এম্বুলন্সে।

আরও পড়ুন  ২৪ মে থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু

এলাকাবাসী ও স্থানীয় প্রশাসন সূত্রে জানাযায়- আসামপাড়া গুচ্ছগ্রাম যুব সংঘের উদ্যোগে গুচ্চগ্রাম জামে মসজিদ মাঠে ইসলামী সুন্না মাহা সম্মেলেন আয়োজন করে। এতে ইসালাম পরিপন্থি ওয়াজের  দোহাই দিয়ে ইসলামী সুন্নী সম্মেলনকে প্রতিহতের ডাক দেয় স্থানীয় আহলহে সুন্নত ওয়াল জামায়াতে সমর্থকরা। এনিয়ে গত ১৯ ফেব্র“য়ারী সম্মেলন করতে দেওয়া হয়নি। পরবর্তীতে জেলা প্রশাসকের অনুমতি নিয়ে গতকাল ১৬মার্চ বৃহস্পতিবার পুনরায় ওয়াজ মাহফিলের আয়োজন করে এলাকাবাসী। এদিকে মাহফিলের সকল আয়োজন শেষ হয়ে আসলে আইন শৃংঙ্খলার অবনতির আশংঙ্কা উল্লেখ করে পুলিশ প্রশাসন সকাল ১০টায় মাহফিল বন্ধ করার ঘোষনা দিলে ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী । সকাল ১১টায় সিলেট-তামাবিল মহাসড়কের আসামপাড়া এলাকায় রাস্তা অবরোধ করে। এঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ এলাকাবাসী রাস্থার অবরোধ তুলো দেওয়ার চেষ্টা করে ব্যার্থ হন।

পরবর্তীতে বিকাল ৩টায় স্থানীয় উপজেলা প্রশাসন ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রবীন মুরব্বী ও মুক্তিযোদ্ধাদের সহযোগিতায় ওয়াজ মাহফিল এর গুরুত্ব বিবেচনা করে মাহফিল হওয়ার আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করে। এলাকাবাসীর দাবী উপজেলা প্রতিটি পাড়া মহল্লায় যুব সমাজের উদ্যোগে শান্তি প্রিয় ভাবে প্রতিবৎসরের ন্যায় তারা সুন্নী মহা সম্মেলনের আয়োজন করে আসছে।  ফলে এলাকার যুব সমাজ ধ্বংসের হাত হতে রক্ষা পাচ্ছে। গত বৎসর হঠাৎ করে ওহাবী সমর্থকগোষ্টি তাদের সম্মেলনে বাঁধার সৃষ্টি করে। তারা আরও বলেন- আগত মেহমানরা (হুজুরগন) ইসলাম ও কুরআন বিরোধী কোন প্রকার বয়ান (ওয়াজ) পেশ করেন না যাহা বেদায়াতী হিসাবে গন্য হবে। আমাদের  সম্মেলন পন্ড করতে পুলিশ প্রশাসনকে দিয়ে বন্ধ করার চেষ্টা চালায় ফলে বাধ্য হয়ে তারা সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে। ওয়াজের পক্ষে বিভিন্ন শ্লোগান দিয়ে মিছিল করতে থাকে। দীর্ঘ ৫ঘন্টা যান চলাচল বন্ধ হওয়ায় জন দূর্ভোগ চরম আকার ধারন করে।

আরও পড়ুন  মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কাদের

অপরদিকে ওয়াজ মাহফিলের গুরুত্ব বিবেচনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জরুরী বৈঠকের আহবান করা হয়েছে। বৈঠকে উভয় পক্ষের কথা শুনে ইসলাম ও কুরআন বিরোধী কোন প্রকার বির্তকের প্রামাণ পাওয়া গেলে বির্তকীত  আলেমদের মাহফিল হতে বাদ দেওয়া হবে।

এ বষিয়ে উপজেলা নির্বাহী অফিসার সোহেল মাহমুদ ও উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন জানান- আমরা উভয় পক্ষকে আহবান করেছি বৈঠকে বসার জন্য, কিন্তু কি কারনে তারা রাস্তা অবরোধ করেছে আমরা বুঝতে পারছি না।  তারা উভয়কে আলোচনার মাধ্যমে সুষ্টু সমাধানের আহবান জানান।

সর্বশেষ সংবাদ