সিলেট ২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০১৬
গোলাম সারওয়ার বেলাল, জৈন্তাপুর: সিলেটের জৈন্তাপুরে এক প্রবাসীর স্ত্রীর মৃত্যু নিয়ে এলাকায় ধুম্রজ্বালের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থল হতে নিহতের লাশ উদ্ধার করেছে।
এলাকাবাসীসূত্রে জানাযায়- গত ১বৎসর পূর্বে আসামপাড়া গুচ্ছগ্রামের প্রবাসী রমিজ উদ্দিনের সাথে মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে হয় একই গ্রামের সফুর আলীর মেয়ে অযুফা (১৯) এর। বিয়ের পর হতে অযুফা শশুর বাড়ীতে বসবাস করে আসছে। কিন্তু গতকাল ৩০ আগষ্ট মঙ্গলবার বিকাল অনুমান ৩টায় বাড়ীর পার্শ্ববর্তী টিলার কাছে গাছের সাথে অযুফার লাশ মাটি হতে গাছ পর্যন্ত ঝুলতে দেখে এলাকার লোকজন। প্রবাসীর স্ত্রী হত্যার বিষয়টি তৎক্ষনিক ভাবে এলাকায় ছড়িয়ে পড়লে সৃষ্টি হয় নানা ধুম্রজ্বাল। খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ সফিউল কবির নির্দেশে ঘটনাস্থল হতে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এদিকে নিহতের পিতা সফুর আলী জানান তার মেয়েকে হত্যা করে আত্মহত্যার নাটক করেছে অযুফার শশুর আউয়াল ও দেবর তাজুল ইসলাম। অপরদিকে ঘটনার পর হতে তাজুল ইসলাম(২২) পলাতক রয়েছে। যার ফলে সন্দেহের তীর এখন আউয়াল মিয়ার ছেলে তাজুলের দিকে। এবিষয়ে নিহতের পিতা সফুর আলী বাদী হয়ে মামলা দায়ের করবেন বলে জানান।
এবিষয়ে অফিসার ইনচার্জ সফিউল কবির জানান- খরব পেয়ে এস.আই নাসির ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রির্পোট তৈরী করে নিহতের লাশ থানায় নিয়ে আসে। অধিকত্বর তদন্তের জন্য লাশ সিলেট এম.এ.জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। তবে পিএম পাওয়ার পর বুঝা যাবে হত্যা নাকি আত্মহত্যা। নিহতের পিতার পক্ষে কোন অভিযোগ এখনও পাওয়া যায়নি। অভিযোগ পেলে এবং পিএম রির্পোট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে বর্তমানে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি