সিলেট ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, মার্চ ১, ২০২০
 
                                                                          
মাঠে ময়দানে প্রতিবেদক:
দীর্ঘ সাত মাস পর ওয়ানডে ফরম্যাটে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। রবিবার (১ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিং নিয়েছেন টাইগার কাপ্তান মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ সময় দুপুর ১টায় শুরু হবে ম্যাচ। সরাসরি দেখা যাবে গাজী টিভিতে।
ওয়ানডেতে বাংলাদেশের সুপরিচিত প্রতিপক্ষ জিম্বাবুয়ে। ১৯৯৭ সালে কানাডার নাইরোবিতে প্রথম সাক্ষাতের পর আরও ৭১ বার বিভিন্ন প্রতিযোগিতায় মুখোমুখি হয়েছে তারা। জয়ের পাল্লা ভারী বাংলাদেশের। প্রথম দিকে জিম্বাবুয়ে আধিপত্য দেখালেও এখন দাঁড়াতেই পারে না টাইগারদের সামনে।
দুই দলের সবশেষ লড়াই ছিল ২০১৮ সালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বাংলাদেশ-জিম্বাবুয়ে এখন পর্যন্ত ওয়ানডেতে মোট ৭২টি ম্যাচ খেলেছে। এর মধ্যে টাইগারদের জয় ৪৪টিতে আর বাকি ২৮ ম্যাচ জিতেছে আফ্রিকার দেশটি। এ নিয়ে ১৭তম দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুই দল। বিগত ১৬ সিরিজে বাংলাদেশ ১০টি ও জিম্বাবুয়ে জিতেছে ৬টি।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল, নাঈম শেখ, লিটন দাস, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ের সম্ভাব্য একাদশ
চামু চিবাবা (অধিনায়ক), তিমিসেন মারুমা, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর (উইকেটরক্ষক), শেন উইলিয়ামস, সিকান্দার রাজা, তিনোতেন্ডা মুতম্বোজি, ডোনাল্ড তিরিপানো, এইন্সলে এনডলোভু, ক্রিস এমপফু, কার্ল মুম্বা।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি
