সিলেট ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, মে ১৮, ২০২৪
আনন্দঝর্ণা ডেস্ক: কলকাতার হরিদেবপুরে টালিউড অভিনেত্রী সুস্মিতার লাশ পাওয়া গেছে। মাত্র ১৯ বছর বয়সেই না ফেরার দেশে তিনি।
অভিনেত্রী সুস্মিতা দাস হলদিয়ার বাসিন্দা । কাজ করেছেন বহু সিরিয়ালে।
হরিদেবপুরের বনমালি ব্যানার্জি রোডে সঞ্জয় নস্কর নামে এক অভিনয় শিক্ষকের বাড়িতে ভাড়া থাকতেন সুস্মিতা। তার কাছেই অভিনয় শিখতেন। এ ঘটনায় সঞ্জয়কে আটক করেছে পুলিশ।
আনন্দবাজার অনলাইনের খবরে বলা হয়েছে, কলকাতায় সুস্মিতা দাস নামে এক উঠতি অভিনেত্রীর রহস্যময় মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত ৯টা ১০ মিনিটে হরিদেবপুর থানা খবরটি পায়। তারা জানতে পারে, বনমালী ব্যানার্জি রোডে এক তরুণী গলায় গামছা দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, এই সঞ্জয় হলেন সুস্মিতার প্রশিক্ষক। বুধবার কলকাতায় এসেছিলেন এই অভিনেত্রী। এসে সেই সঞ্জয়ের ভাড়াবাড়িতেই উঠেছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফেরেন সঞ্জয়। ফ্ল্যাটের বেডরুমে ঢুকে দেখেন গলায় গামছা দিয়ে পাখা থেকে ঝুলছেন সুস্মিতা। সঙ্গে সঙ্গে ফাঁস খুলে তাকে বিছানায় শুইয়ে দেন। এর পর থানায় খবর দেন। সুস্মিতার দেহে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। শুধু গলায় গামছার ফাঁসের দাগ রয়েছে। তরুণীর পরিবারকে ফোনে বিষয়টি জানানো হয়েছে।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি