সিলেট ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০১৮
মাঠে ময়দানে ডেস্ক: টি-টোয়েন্টি ক্রিকেটে ফেরার প্রস্তাব দেওয়া হয়েছে মাশরাফি বিন মুর্তজাকে। কিন্তু অবসর ভেঙে মাশরাফি আর ফিরতে চাননা ক্রিকেটের এই সংক্ষিপ্ত পরিসরে, তবে খেলতে চান টেস্ট ক্রিকেট।
গত বছর শ্রীলঙ্কা সফরে শেষে টি-টোয়েন্টি খেলে এই ফরম্যাট থেকে অবসর নেন ম্যাশ। হঠাৎ অবসরের সিদ্ধান্তের ম্যাচটি নিয়ে শুরু হয় নানা আলোচনা।
তখনকার কোচ চন্ডিকা হাথুরুসিংহের তারুণ্যনীতি এবং বোর্ডের চাপ, সব মিলিয়ে মাশরাফি নিজেকে নিয়ে যান আড়ালে। ছেড়ে দেন টি-টোয়েন্টি ক্রিকেট।
অথচ যাদের চাপে তখন ম্যাশ টি-টোয়েন্টি ছাড়তে বাধ্য হয়েছিলেন, এখন তাড়াই চাইছে মাশরাফি আবার দলে ফিরে আসুক। কিন্তু মাশরাফি আর চান না টি-টোয়েন্টিতে ফিরতে। তার ইচ্ছা সাদা পোশাকে আবারো দেশের হয়ে প্রতিনিধিত্ব করার।
এ বিষয়ে মাশরাফি বলেন, যেহেতু বিদায় দিয়েছি, তাই টি-টোয়েন্টিতে খেলার কোনো ইচ্ছা নেই আমার। তাছাড়া আমার মনে হয় এখন উঠতি তরুনদের সুয়োগ দেওয়া উচিত। আবু হায়দার রনি,আবু জায়েদ রাহির মতো খেলোয়াররা টি-টোয়েন্টি দলে জায়গা করে নিচ্ছে। ওদের সুযোগ দেওয়া উচিত।
এর আগে এক সংবাদ সম্মেলনে বোর্ড সভাপতি নাজমুল হাসান বলেছিলেন, মাশরাফিকে টি-টোয়েন্টিতে ফেরানোর কথা হয়েছে। এটা তো মাশরাফির ওপর নির্ভর করে। আমাকে সবাই বলেছে, আমি বললে মাশরাফি খেলবে!কিন্তু আমি তো চাপ দিতে পারি না। আমি বলতে পারি যদি সে রাজী হয়।
দলের প্রয়োজনে মাশরাফির মতো অভিজ্ঞকে ফেরানোর ইচ্ছে বিসিবির। নতুন বলে মাশরাফির বিকল্প পাচ্ছে না টিম ম্যানেজমেন্ট। তাই শ্রীলঙ্কায় অাসন্ন নিধাস ট্রফিতে তাকে চায় দল।
নাজমুল হাসান বলেছেন, নতুন বলে মাশরাফিই সেরা। এতে কোনো সন্দেহ নেই। মুস্তাফিজ ছাড়া টি-টোয়েন্টির জন্য সবচেয়ে নির্ভর করার মতো বোলার কিন্তু মাশরাফি। তাই মাশরাফিকে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি।
শেষবারের মতো টি-টোয়েন্টিতে মাশরাফি সর্বশক্তি দিয়ে কলম্বো মাঠে পারফর্ম করেন। মাশরাফির নেতৃত্বে শেষ ম্যাচটিতে জয় পায় বাংলাদেশ। চোখের কোণে অশ্রু লুকিয়ে মাশরাফি বিজয়ীর বেশে মাঠ ছাড়েন। তাই সেই ফরমেটে আর ফেরার ইচ্ছা নেই তার।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি