তিন সেঞ্চুরিতে দ. আফ্রিকার বিশ্বরেকর্ড

প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৩

তিন সেঞ্চুরিতে দ. আফ্রিকার বিশ্বরেকর্ড

মাঠে ময়দানে ডেস্ক:

রিশি ভেন দার ডুসেন, এইডেন মার্কওরাম ও কুইন্টন ডি ককের সেঞ্চুরিতে শ্রীলংকার বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে বিশ্ব রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা । শনিবার ভারতের দিল্লিতে আগে ব্যাট করে ৫ উইকেটে ৪২৮ রানের বিশ্ব রেকর্ড গড়ে প্রোটিয়ারা। বিশ্বকাপের ইতিহাসের এটাই দলীয় সর্বোচ্চ রান।

 

এর আগে ২০১৫ সালে আফগানিস্তানের বিপক্ষে ৪১৭ রানের রেকর্ড গড়েছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তাদের সেই রেকর্ড আজ ভেঙে চুরমার করে দিল দক্ষিণ আফ্রিকা।

 

শনিবার দিল্লির অরুন জেটলি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই অধিনায়ক টিম্বা বাভুমার উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।

 

এরপর দলের হাল ধরেন কুইন্টন ডি কক ও রিশি ভেন দার ডুসেন। তারা দ্বিতীয় উইকেটে ২০৪ রানের জুটি গড়েন। ৮৪ বলে ১২টি চার আর তিনটি ছক্কার সাহায্যে ১০০ রান করে ফিরেছেন ওপেনার কুইন্টন ডি কক। ১১০ বলে ১৩টি চার আর দুটি ছক্কার সাহায্যে ১০৮ রান করে আউট হন ভেন দার ডুসেন।

আরও পড়ুন  শূন্য হাতে দেশে ফিরল টাইগাররা

 

ডি কক ও ডুসেন আউট হওয়ার পর ব্যাটিং তাণ্ডব অব্যাহত রাখেন এইডেন মার্কওরাম। তিনি ৫৪ বলে ১৪টি চার আর তিনটি ছক্কার সাহায্যে ১০৬ রানের বিধ্বংসী ব্যাটিং করে ফেরেন।

 

২০ বলে ৩২ রান করে ফেরেন হেনরি ক্লেসেন। ইনিংসের শেষ দিকে মাত্র ২১ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলে দলের বিশ্বরেকর্ড গড়ায় ভূমিকা রাখেন ডেভিড মিলার।

সর্বশেষ সংবাদ