সিলেট ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৩
 
                                                                          মাঠে ময়দানে ডেস্ক:
এর আগে ২০১৫ সালে আফগানিস্তানের বিপক্ষে ৪১৭ রানের রেকর্ড গড়েছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তাদের সেই রেকর্ড আজ ভেঙে চুরমার করে দিল দক্ষিণ আফ্রিকা।
শনিবার দিল্লির অরুন জেটলি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই অধিনায়ক টিম্বা বাভুমার উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।
এরপর দলের হাল ধরেন কুইন্টন ডি কক ও রিশি ভেন দার ডুসেন। তারা দ্বিতীয় উইকেটে ২০৪ রানের জুটি গড়েন। ৮৪ বলে ১২টি চার আর তিনটি ছক্কার সাহায্যে ১০০ রান করে ফিরেছেন ওপেনার কুইন্টন ডি কক। ১১০ বলে ১৩টি চার আর দুটি ছক্কার সাহায্যে ১০৮ রান করে আউট হন ভেন দার ডুসেন।
ডি কক ও ডুসেন আউট হওয়ার পর ব্যাটিং তাণ্ডব অব্যাহত রাখেন এইডেন মার্কওরাম। তিনি ৫৪ বলে ১৪টি চার আর তিনটি ছক্কার সাহায্যে ১০৬ রানের বিধ্বংসী ব্যাটিং করে ফেরেন।
২০ বলে ৩২ রান করে ফেরেন হেনরি ক্লেসেন। ইনিংসের শেষ দিকে মাত্র ২১ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলে দলের বিশ্বরেকর্ড গড়ায় ভূমিকা রাখেন ডেভিড মিলার।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি
