নাইজেরিয়ায় ৪ বাংলাদেশীর কারাদন্ড

প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০১৭

প্রভাতবেলা ডেস্ক: তেল চুরির অভিযোগে ৪ বাংলাদেশী ও ফিলিপাইনের ৫ নাগরিকের বিরুদ্ধে ৫ বছরের জেল দিয়েছে নাইজেরিয়ার আদালত। সাজাপ্রাপ্ত ওই বাংলাদেশীরা হলেন মো. জহিরুল ইসলাম, শাহিনুল ইসলাম, রফিকুল ইসলাম ও শেখ শিবলি নোমানি। ফিলিপাইনের নাগরিকরা হলেন অ্যাক্সেল হোসেফ গিবো জ্যাবোন, জুয়ানিতো ক্যামিরেনো ইনফ্যানটাডো, সুয়ারিন ফারনান্দো আলাভে, গাতিলা জেপি গাডাইয়ান ও রোলান্দো জোসে কমেন্দাদোর। এ খবর দিয়েছে নাইজেরিয়ার অনলাইন দ্য লিডারশিপ। অভিযোগে বলা হয়েছে নাইজেরিয়া থেকে অভিযুক্ত এসব ব্যক্তি অশোধিত ৩৪২৩.০৯৭ টন তেল চুরি করেছে। এ অভিযোগে ২০১৫ সালের ১৫ই ডিসেম্বর লাগোসের ফেডারেল হাই কোর্টের বিচারপতি ইব্রাহিম বুবা অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে রায় দেন। এ রায়ের বিরুদ্ধে আপিল করেন অভিযুক্তরা। ফলে রোববার লাগোস ডিভিশনের কোর্ট অব আপিল আগের বিচারকের রায় বহাল রেখেছে। রিপোর্টে বলা হয়েছে, দেশটির দ্য ইকোনমিক অ্যান্ড ফিনান্সিয়াল ক্রাইমস কমিশন (ইএফসিসি) অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠন। করে। তারা বলে, এসব ব্যক্তি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া অথবা যথাযথ লাইসেন্স ছাড়া ৩৪২৩.০৯৭ টন তেল হাতবদল করেছে। এর ফলে সেদেশের বেশ কিছু ধারা এনে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

সর্বশেষ সংবাদ