সিলেট ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২১
প্রভাতবেলা প্রতিবেদক:
দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৮ হাজার ১২৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৬৯ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৩৫ হাজার ১৩৯ জন।
রবিবার (৩১ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ২২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩৬৯ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৩৫ হাজার ১৩৯ জন। গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৮ হাজার ১২৭ জনের মৃত্যু হয়েছে।
এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৪৪৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ লাখ ৭৯ হাজার ৭৪৪ জন।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ১০ কোটি ৩১ লাখ ৬৯ হাজার ৬৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২২ লাখ ৩০ হাজার ২৯৭ জন। বিপরীতে সেরে উঠেছেন ৭ কোটি ৪৮ লাখ ১৯ হাজার ৯১৬ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৮ হাজার ১২৭ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩৫ হাজার ১৩৯ জন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি