দোয়ারাবাজারে সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক আহমদের ইন্তেকাল

প্রকাশিত: ৯:২৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৩

দোয়ারাবাজারে সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক আহমদের ইন্তেকাল

প্রতিনিধি, দোয়ারাবাজার : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ (৭২) সোমবার সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার জীবদ্দশায় মসজিদ, স্কুল-মাদ্রাসা প্রতিষ্ঠাসহ বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে ছিল তার বিশেষ অবদান।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আসন্ন সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ চৌধুরী, দোহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীমুল ইসলাম শামীম, সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ, বোগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান ও দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।

মঙ্গলবার সকাল ১১টায় নিজ বাড়িতে জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

আরও পড়ুন  দক্ষিণ সুরমা থেকে ১৫ জুয়াড়ি গ্রেফতার

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ