সিলেট ২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:৫৯ পূর্বাহ্ণ, জুলাই ২৮, ২০১৯
মাঠে ময়দানে ডেস্ক: দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার চার্ল ল্যাঙ্গাভেল্টকে পেস বোলিং কোচ ও নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরিকে স্পিন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার বোর্ড সভা শেষে এ তথ্য জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তাদের নিয়োগ দেয়া হয়েছে। এর মধ্যে ল্যাঙ্গাভেল্ট স্থায়ীভাবে নিয়োগ পেয়েছেন। অপরদিকে ভেট্টরি কাজ করবেন মোট ১০০ দিন।
এদিকে বোর্ড সভায় দলের প্রধান নির্বাচক হিসেবে মিনহাজুল আবেদীন নান্নু ও নির্বাচক হিসেবে হাবিবুল বাশার সুমনকে স্বপদে বহালের সিদ্ধান্ত হয়েছে। ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তাদের সঙ্গে চুক্তি নবায়ন করেছে বোর্ড।
নির্বাচক প্যানেল হবে দ্বিস্তর বিশিষ্ট। যার মধ্যে নির্বাচক প্যানেলে থাকছেন নান্নু ও হাবিবুল বাশার। তারা দল নির্বাচন করবেন। এছাড়া নির্বাচক কমিটিতে থাকবেন বিসিবির পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান, প্রধান কোচ, অধিনায়ক ও প্রধান নির্বাচক। বোর্ড সভা শেষে এ সিদ্ধান্ত জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি