সিলেট ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০১৮
এমরান আহমেদ, ফেঞ্চুগঞ্জ : দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে উপজেলার প্রত্যেকটি এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। গত ১৩ মার্চ প্রার্থীদের প্রতীক বরাদ্ধের পর থেকে এলাকার হাট, বাজার,পাড়া,মহল্লা প্রার্থীদের পোষ্টারে, পোষ্টারে ছেয়ে গেছে ।
বৃষ্টিপাতের আশংকা করে পোষ্টার পলিথিনব্যাগের ব্যবহার করা হয়েছে। এতে প্রার্থীদের গুনতে হচ্ছে বাড়তি খরছ। বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে বিভিন্ন প্রার্থীদের কর্মীরা গত এক সপ্তাহ যাবত গভীর রাত পর্যন্ত পোষ্টার লাগানোর কাজে ব্যস্ততায় কাটান। কর্মীরা তাদের প্রার্থীদের পোষ্টার পছন্দসই স্থানে আগেভাগে লাগাতে আগ্রহী। ইউনিয়নের ৩নং ঘিলাছড়া’র জমিরুন নেছা একাডেমীর পয়েন্টে গভীর রাত পর্যন্ত পোষ্টার লাগাচ্ছিলেন বিএনপি মনোনিত চেয়ারম্যান পদপ্রার্থী আপ্তাব আলী‘র কর্মী রাজু আহমদ। গভীর রাতে কেন পোষ্টার লাগাচ্ছেন এই প্রশ্ন করা হলে, তিনি বলেন, ‘রাতে সাধারণ মানুষ ও গাড়ী চলাচলের আনাগোনা কম থাকে বলে পোষ্টার লাগাতে সুবিধা। তবে এলাকার ভেতরে দিনে ও আমাদের কর্মীরা পোষ্টার লাগানোর কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি