সিলেট ২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০১৭
এমরান আহমেদ ফেঞ্চুগঞ্জ : সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার গাড়ুলি বিলে নৌকাডুবে জাকারিয়া আহমদ সিহান (২৭) ও ওহিদ মতিন রিয়াদ (২৬) নামের আপন দুই খালাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গাড়ুলি বিলে ভ্রমণে গিয়ে নৌকাডুবির এ ঘটনা ঘটে।
নিহত জাকারিয়া আহমদ সিহানের বাড়ি ফেঞ্চুগঞ্জ উপজেলার নুরপুর গ্রামে। তার পিতা আব্দুল লতিফ ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক। মতিন রিয়াদ সিলেট নগরীর দর্শন দেওড়ির আব্দুল মতিনের পুত্র বলে জানা যায়।
পরিবার সূত্র থেকে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টায় সিহানদের বাড়ির পাশের গাড়ুলি বিলে খাবারসহ নৌকাযোগে আনন্দ ভ্রমণে বের হন ফেঞ্চুগঞ্জে খালার বাড়িতে বেড়াতে আসা ওহিদ মতিন রিয়াদ, ওলিদ মতিন ফুয়াদ। তাদের সঙ্গে আনন্দ ভ্রমণে যোগ দেন খালাতো ভাই সিহান, শিহাব ও মতিন নামের অপর যুবক।
গাড়ুলি বিলের কিছু দূরে যাওয়ার পর নৌকার ছিদ্র দিয়ে পানি ঢুকতে শুরু করলে তারা তীরে ভেড়ার চেষ্টা করে। এ সময় বিলে তীব্র বাতাস শুরু হয়, তাড়াহুড়া করতে গিয়ে নৌকাটি পানিতে তলিয়ে যায়। সাতাঁর কেটে শিহাব, মানিক ও যুক্তরাজ্য প্রবাসী ফুয়াদ তীরে উঠতে পারলেও সিহান ও রিয়াদ পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় অনেক খোঁজাখুঁজির পর রাত ১২টার দিকে সিহান ও রিয়াদের লাশ উদ্ধার করে।
বেচেঁ যাওয়া রিয়াদের বড় ভাই যুক্তরাজ্য প্রবাসী ওহিদ মতিন ফুয়াদ বলেন, আমার ভাই (রিয়াদ) সাঁতার জানতো না। খালার বাড়িতে আনন্দ করতে এসে ছোট ভাইয়ের লাশ নিয়ে যাচ্ছি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি