সিলেট ২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২১
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেটের ফেঞ্চুগঞ্জের মল্লিকপুরে ইসলামি আলোচক শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের গাড়ি বহরে হামলা করেছে তালামীযের নেতাকর্মীরা। এ সময় আব্দুর রাজ্জাক বিন ইউসুফসহ গাড়িতে বসা কয়েকজন আহত হয়েছেন। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বহনকারী গাড়িটিও ।
রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মল্লিকপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে ইসলাম বাজার সংলগ্ন আল ফোরকান মসজিদে ইসলামিক এক আলোচনা অনুষ্ঠানে যোগ দিতে সিলেট থেকে আসেন পিস টিভির আলোচক শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। অনুষ্ঠানে এসে জোহরের নামাজ শেষ করে দুপুরের খাওয়ার জন্য মল্লিকপুরে শামিম আহমদের বাড়িতে যাচ্ছেন। পথিমধ্যে তাদের গাড়িবহর লক্ষ্য করে লাঠিসোঁটা দিয়ে হামলা করে তালামীযের নেতাকর্মীরা। এ সময় শয়িখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সহ আরো কয়েকজন আহত হন। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী কয়েকজন হামলাকারীকে পিটিয়ে ৩টি মোটরসাইকেল পুড়িয়ে দেন।
এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাফায়েত হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে করি। বর্তমানে এখানকার পরিস্থিতি শান্ত রয়েছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের গাড়িতে হামলা করে তালামীযের লোকজন। পরে স্থানীয় এলাকাবাসী ও অনুষ্ঠানের আয়োজকরা পাল্টা হামলা করে তালামীযের ৩টি মোটরসাইকেল পুড়িয়ে দেয়।
হামলার ভিডিও দেখুন:

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি