সিলেট ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০১৭
সংবাদদাতা, জগন্নাথপুর: শনিবার সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদীর উপর নির্মিতব্য সিলেট বিভাগের দীর্ঘতম সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ উপলক্ষে রাণীগঞ্জ উচ্চ-বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বিএনপি একটি হাটু ভাঙা দল হিসেবে পরিণত হয়েছে। বর্তমান সরকার জনগণের উন্নয়নে কাজ করে যাচ্ছে। বিএনপি এসব উন্নয়নকে বাধাগ্রস্থ করার জন্য অপপ্রচার চালাচ্ছে। তারা সরকারের উন্নয়নকে মানতে নারাজ। তারা সরকারের বিরুদ্ধে অপপ্রচার করে বিভিন্নভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে।
এসময় তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ক্ষমতার দাপটে মানুষের হৃদয়ে নাম লেখানো যাবে না। ভালবাসার মাধ্যমে মানুষের হৃদয়ে নাম লেখাতে হবে। এখন বাংলাদেশ নেতা উৎপাদনে এগিয়ে যাচ্ছে। এসব নেতার দরকার নাই, কর্মীর প্রয়োজন আওয়ামী লীগের। কর্মী হল আওয়ামী লীগের প্রাণ।
ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ও স্থানীয় সাংসদ এমএ মান্নান।
বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ও হবিগঞ্জ আসনের সংরক্ষিত মহিলা আসনের এমপি এ্যাডভোকেট শামসুন নাহার রব্বানী শাহানা, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান, সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম. এনামুল কবির ইমন, নব-নির্বাচিত সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার হারুন অর রশিদ, সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বকত জগলু, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি হরমুজ আলী, দক্ষিন সুনামগঞ্জের উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ, জগন্নাথপুরের পৌর মেয়র আব্দুল মনাফ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, যুক্তরাজ্য মিডল্যান্ড আওয়ামীলীগের সহ-সভাপতি আকমল খাঁন, জগন্নাথপুর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়াম্যান মুক্তাদির আহমদ মুক্তা, জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য মাহতাব উল আলম সমুজ প্রমুখ।
এর আগে শনিবার সকাল ১১টার দিকে মন্ত্রী ওবায়দুল কাদের ও এমএ মান্নান হেলিকপ্টার যোগে রাণীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে আসেন। অনুষ্ঠানের মঞ্চে আসার পর দলীয় নেতাকর্মীসহ সরকারের বিভিন্ন দপ্তরের প্রধানরা ফুলের তোড়া দিয়ে তাদের বরণ করে নেন। পরে সুনামগঞ্জ পুলিশের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে গার্ড অব অনার প্রদান করা হয়। অনুষ্টান শেষে দুপুরে ওবায়দুল কাদের রাণীগঞ্জ থেকে হেলিকাপ্টার যোগে ঢাকার উদেশে যাত্রা করেন।
উল্লেখ্য, ৭০২.৩২ মিটার দৈর্ঘ্য ও ১০.২৫ মিটার প্রস্থের এবং ১২৬ কোটি টাকা ব্যায়ে জগন্নাথপুরের রাণীগঞ্জে কুশিয়ারা নদীর উপর নির্মিতব্য সেতুটি হতে যাচ্ছে সিলেট বিভাগের সবচেয়ে দীর্ঘ সেতু। এ সেতু নির্মাণ হলে ৫০ কিলোমিটার দূরত্ব কমে রাজধানী ঢাকার সাথে ভাটি অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি