সিলেট ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০১৭
প্রভাতবেলা প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশন কর্মকর্তাদের সাথে যুক্তরাজ্য ব্রেন্ট-এর মেয়র কাউন্সিলর পারভেজ আহমদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জানুয়ারি (সোমবার) দুপুরে সিলেট সিটি কর্পোরেশন কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব।
এ সময় ব্রেন্ট-এর মেয়র কাউন্সিলর পারভেজ আহমদ বলেন, ‘প্রবাসী বাংলাদেশীরা বিদেশের মাটিতে বাংলাদেশের এক একজন শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন। তারা অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং প্রশাসনিক ক্ষেত্রে একের পর এক সাফল্য অর্জণের মাধ্যমে জন্মভূমিকে গর্বিত করছেন। এরকম সফল প্রবাসী বাংলাদেশীদের একজন হলেন যুক্তরাজ্যের ব্রেন্ট মেয়র কাউন্সিলর পারভেজ আহমদ। তাদের পদাংক অনুসরণ করে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশের আগামী প্রজন্ম আরও সাফল্য বয়ে নিয়ে আসবে-এমনটাই আশা করছে এদেশের মানুষ।’
মতবিনিময়ে অংশ গ্রহন করেন সিটি কর্পোরেশনের ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিরর রকিবুল ইসলাম ঝলক, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দিনার খান হাসু, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বকস এবং সংরক্ষিত আসনের কাউন্সিলর শাহানারা বেগম এবং সেন্টার ফর এনআরবি’র চেয়ারম্যান এম. এস. সেকিল চৌধুরী।
পরে ব্রেন্ট এর মেয়র কাউন্সিলর পারভেজ আহমদ বাংলাদেশ সফরের উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি সিলেট সিটি কর্পোরেশনের সাথে তার শহরের সেতুবন্ধন গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। পরে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ব্রেন্ট এর মেয়র কাউন্সিলর পারভেজ আহমদকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি