ব্লু নবাগতকে ৮ উইকেটে হারিয়ে বিশাল জয় পেয়েছে শেখঘাট পায়োনিয়ার্স!

প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৪

ব্লু নবাগতকে ৮ উইকেটে হারিয়ে বিশাল জয় পেয়েছে শেখঘাট পায়োনিয়ার্স!

 

তানজীল শাহরিয়ার

 

ব্লু বার্ড অটো ২য় বিভাগ ক্রিকেট লিগ ২০২৩-২৪’র ৩৪তম ম্যাচে ব্লু নবাগত ক্লাবকে ৮ উইকেটে হারিয়ে বিশাল এক জয় তুলে নিয়েছে শেখঘাট পায়োনিয়ার্স ক্লাব।

 

টসে জিতে ব্লু নবাগতকে ব্যাট করার আমন্ত্রণ জানায় শেখঘাট পায়োনিয়ার্স। ম্যাচের ১ম অভারেই দলকে সাফল্য এনে দেন বাঁহাতি পেসার সাজিম, নিলাংশুককে বোল্ড করে সাজঘরে ফেরত পাঠান তিনি।

 

মাত্র ১২ রানে ব্লু নবাগত’র চার ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে দেয় পায়োনিয়ার্সের বোলাররা। সাজিম কোনো রান না দিয়েই ২ উইকেট শিকার করেন।

 

৫ম উইকেটে ২৩ রান আসায় খানিকটা মান বাঁচানো স্কোর পায় ব্লু নবাগত। তবে ১১.২ অভারে মাত্রিচকে বোল্ড করে মাহিন সাজঘরে ফেরানোর পর শহিদুল জহিরুল আর শাকিলের উইকেট তুলে নিলেও রান ‘৩৫’ থেকে এগোয়নি!

 

১০-এ নামা সাইফের ব্যাটে চড়েই অর্ধশত রানের মাইলফলক পার করে ব্লু নবাগত। ২৪তম অভারের শেষ অভারে অলআউট হবার আগে সাকল্যে ৭০ রান তোলে ব্লু নবাগত।

আরও পড়ুন  স্বস্তিকার মৃত্যু পরবর্তী ইচ্ছা

 

সাইফ ১৬ রান করেন, আর কোনো ব্যাটারই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি! অতিরিক্ত থেকে এসেছে ২৮ রান।

 

শহিদুল ১২ রান দিয়ে ৩টি উইকেট লাভ করেছেন। সাজিম এবং নাহিদ ২টি করে উইকেট তুলে নেন। সাজিম ৩ অভার বল করে ৩ অভারই মেডেন পেয়েছেন। সাদিক, রাব্বি, মাহিন ১টি করে উইকেট লাভ করেন।

 

মাত্র ৭১ রান তাড়া করতে নেমে আগ্রাসী সূচনা করে পায়োনিয়ার্স। মাহিনই আগ্রাসনের প্রধান কুশীলব। ফর্মে থাকা এই বাঁহাতি অপেনার ব্লু নবাগত’র বোলারদের কচুকাটা করে মাত্র ৪.৩ অভারে ২য় ইনিংসে অর্ধশত রান তুলে নেন। ৬.৪ অভারে ৫৪ রানে মাহিন সাজঘরে ফিরলেও ফাহিম আর শহিদুল ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন।

 

মাত্র ১১.৩ অভারেই ২ উইকেট হারিয়ে ৭৩ রান তুলে জয়ের আনুষ্ঠানিকতা সারে পায়োনিয়ার্স।

 

মাহিন ৪৭, ফাহিম ১১ (অপরাজিত), শহিদুল ৬ (অপরাজিত), জারির ৫ রান করেছেন।

আরও পড়ুন  রিমান্ড শেষে কারাগারে ইরফান সেলিম

 

ব্লু নবাগত’র স্বন্দীপ ১২ রান দিয়ে ১টি উইকেট লাভ করেন।

 

শেখঘাট পায়োনিয়ার্সের সাজিম ম্যাচ সেরা নির্বাচিত হন।

 

সর্বশেষ সংবাদ