বড়লেখার রেলওয়ে মার্কেটে অগ্নিকান্ড

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০১৬

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার রেলওয়ে মার্কেটের সাত দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার সকাল সাড়ে ১০টায় এ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে দোকানগুলোর সব মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে রেলওয়ে মার্কেটের একটি দোকানে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের আরো ছয় দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বড়লেখা ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিমাংশু রঞ্জন সিংহ জানান, ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সর্বশেষ সংবাদ