সিলেট ২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৩
শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিম উদ্দিন। তিনি বলেন, ‘আমাদের দলে বিএনপির পদবঞ্চিত সাবেক নেতাকর্মীরাই বেশিরভাগ রয়েছেন। রবিবার (১৫ অক্টোবর) চট্টগ্রাম থেকে দলের আত্মপ্রকাশ ঘটবে। আমাদের দলের নাম প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম।’
দেশের বর্তমান সংকট উত্তরণের জন্য আমরা নতুন এই রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নিয়েছি উল্লেখ করে নাজিম উদ্দিন আরও বলেন, ‘বিশেষ করে যুবসমাজকে নিয়ে এই দল গঠন করা হচ্ছে। আমরা নতুন ধারার রাজনীতি শুরু করতে চাই। সাবেক ছাত্রনেতাদের নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে কাজ করে যাবো আমরা।’
দলে কারা কারা থাকছেন এমন প্রশ্নের জবাবে নাজিম উদ্দিন বলেন, ‘এটি চমক হিসেবে থাকুক। দলের আত্মপ্রকাশের পর জানাবো। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি ছিলাম। আমার সময়ে এবং আগে ও পরে যারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদগুলোতে নির্বাচিত ছাত্র প্রতিনিধি ছিলেন, তাদের একত্রিত করার চেষ্টা করছি। এছাড়া বিএনপির পদবঞ্চিত নেতাদের পাশাপাশি আওয়ামী লীগসহ অন্যান্য দল থেকেও অনেকে থাকছেন। তবে এখন কারও নাম প্রকাশ করতে চাচ্ছি না।’
আমি দলের চেয়ারম্যানের দায়িত্বে আছি জানিয়ে নাজিম উদ্দিন আরও বলেন, ‘দলের মহাসচিব হিসেবে থাকছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট থেকে চাকসুর নির্বাচিত জিএস আজিম উদ্দিন। রবিবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করা হবে। এরপর ঢাকায় দলের কনভেনশন হবে। সেখানে ১০১ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা করবো।’
জানতে চাইলে দলের চেয়ারম্যান নাজিম উদ্দিন বলেন, ‘আমাদের দলের মূলনীতি হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা, সংবিধান সমুন্নত রাখা, মহান মুক্তিযুদ্ধের চেতনায় আস্থা ও গণতান্ত্রিক প্রক্রিয়া অক্ষুণ্ন রাখা। এসবের ওপর ভিত্তি করে নতুন ধারার রাজনীতি শুরু করতে চাই আমরা।’

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি