সিলেট ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৩৬ পূর্বাহ্ণ, মার্চ ২৩, ২০২২
বিএনপি ঘনিষ্ট সুত্রমতে, সিলেট বিএনপির একটি অংশের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির। দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন কমিটি তাঁর ইশারায়ই হয়। এর বাইরে আরেকটি অংশের নেতৃত্বে আছেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। মুক্তাদিরের আধিপত্য কমাতেই আরিফুল জেলা বিএনপির সভাপতি পদে প্রার্থী হয়েছিলেন। অতি সম্প্রতি যুবদল, ছাত্রদলের বড় অংশ মুক্তাদির বলয় ছেড়ে আরিফুল হক চৌধুরীর বলয়ে যোগ দেয়।
আরো পড়ুন:
আরিফুল হক চৌধুরী ছাড়াও সভাপতি পদে আরও দুজন প্রার্থী হয়েছেন। তাঁরা হচ্ছেন মুক্তাদির বলয়ের নেতা হিসেবে পরিচিত ও বিগত কমিটির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম এবং বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীর বলয়ের নেতা হিসেবে পরিচিত ও যুবদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। তবে আরিফুল হক প্রার্থী হওয়ার পরপরই দলের বহুধাবিভক্ত স্থানীয় রাজনীতিতে মূলত উত্তাপ ছড়ায়। আরিফুলের জয়ের ব্যাপারেও অনেকেই নিশ্চিত হয়ে ওঠেন। এরপর আরিফুলকে ঠেকাতে শুরু হয় তাঁর প্রতিপক্ষ নেতাদের নানামুখী তৎপরতা। শেষ পর্যন্ত কেন্দ্রের চাপেই আরিফুল প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।
আরিফের প্রত্যাহারের ঘোষণায় তাঁর বিরুদ্ধ পক্ষ ‘বগলদাবা’ করছেন আপাত:। কিন্তু সুদুরপ্রসারী জয় আরিফেরই। এক সপ্তাহ মাঠে নেমে দেখিয়েছেন খেলা কাকে বলে। খেলতে হয় কেমনে?
আরিফের বিরুদ্ধে অভিযোগ ছিল দলে তিনি সক্রিয় নয়। সক্রিয়তা কাকে বলে তা লন্ডন পর্যন্ত পৌঁছে দিয়েছেন আরিফ।
সিলেট বিএনপি’র নেতৃত্ব নিয়ে মূলত: আরিফুল হক চৌধুরী সিলেট-১ আসনে নির্বাচনের ক্ষেত্র তৈরী করতে চেয়েছিলেন। সভাপতি প্রার্থী ঘোষণায়ই তা আদায় করে নিয়েছেন আরিফ। কেন্দ্রিয় নেতৃত্ব আরিফকে এ কমিটমেন্ট দিয়েই প্রত্যাহার করার নির্দেশনা দিয়েছেন, সুত্র এমনটাই বলছে।
আরো পড়ুন:
মঙ্গলবার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের বাইরে আরিফ কোন কথা বলেননি। লিখিত বক্তব্যে তিনি বলেন,আমি বিএনপি নামক ফুল বাগানের মালি ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি