যুক্তরাজ্যের লোয়েস্টওফটের মেয়র বাংলাদেশি নাসিমা

প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, মে ২৫, ২০২৪

যুক্তরাজ্যের লোয়েস্টওফটের মেয়র বাংলাদেশি নাসিমা
প্রভাতবেলা ডেস্ক: যুক্তরাজ্যের লোওয়েস্টফট টাউন হল থেকে মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত নাসিমা বেগম। গত মঙ্গলবার তিনি মেয়র নির্বাচিত হন।

নাসিমা বেগম সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত আব্দুল হাশিমের মেয়ে। তার জন্ম যুক্তরাজ্যের লোওয়েস্টফট টাউনে। বাংলাদেশে বসবাসরত নাসিমার পরিবারের সদস্যরা এ তথ্য জানান। তারা বলেন, কমিউনিটির সবার সঙ্গে সুসম্পর্ক এবং সমাজসেবায় নিয়োজিত থাকার সুবাদে লোওয়েস্টফট টাউন হলে টানা তিনবারের ডেপুটি মেয়র নির্বাচিত হন নাসিমা বেগম। এবার মেয়র হলেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

এক্স প্ল্যাটফরমে এক পোস্টে নাসিমা লিখেছেন, তিন বছর ডেপুটি মেয়র থাকার পর লোওয়েস্টফট টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত হওয়া আমার জন্য সম্মানের। আশা করি, সবার সহযোগিতা পেলে ভালো কিছু করতে পারব।

সর্বশেষ সংবাদ