সিলেট ২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৫
প্রভাতবেলা ডেস্ক ♦ এহতেশাম হক ও ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ কে উপদেষ্টা রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুক্তরাজ্য শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দলের মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণার কথা জানানো হয়।
কমিটির আহ্বায়ক হয়েছেন মাকসুদুল হক শাকুর। কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক : ইমা ইসলাম, যুগ্ম আহ্বায়ক : ব্যারিস্টার মিজানুর রহমান (নয়ন),সদস্যসচিব : মো. এম. এ. হিমেল, যুগ্ম সদস্যসচিব : ইঞ্জি. মেরাজ আজিজ ও ফারিয়া ফাহি, মুখ্য সংগঠক : নাইমুল ইসলাম, কার্যনির্বাহী সচিব : আবু বকর নিহাজ, অর্থ সচিব : জয়নাল আবেদীন, যুগ্ম অর্থ সচিব : মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, যোগাযোগ সচিব : মাহাবুবুল আলম, মিডিয়া ও প্রচার সচিব : মো. মাহমুদ রহমান (ইকবাল), নীতিনির্ধারণ ও লবিং সচিব : ডা. ফাহিম আশহার, যুগ্ম নীতিনির্ধারণ ও লবিং সচিব : ইঞ্জি. শারমিন আক্তার (পাপড়ি),প্রশিক্ষণ সচিব : খন্দকার আনাছ আহমেদ, যুগ্ম প্রশিক্ষণ সচিব : ইঞ্জি. মোহাম্মদ হাবিবুর রহমান, যুব সচিব : সাব্বির আহমদ চৌধুরী, যুগ্ম যুব সচিব : আশরাফুল আলম, ছাত্ৰ সচিব : জওয়াহির মাহমুদ খান,যুগ্ম ছাত্র সচিব : মো. হৃদয় হোসেন।
নির্বাহী সদস্যরা হচ্ছেন ;
শারমিন আহমেদ হ্যাপি, আল-আমিন সৌরভ, ইঞ্জি. আবু নাসের, মো. সাইমুল ইসলাম, মো. নাহিদুল হক নীরব , তাহমিনা আক্তার খোসবা, খালেদ রিদওয়ান চৌধুরী, ডা. মো. জায়েদ হুসেন, তারেক আহমেদ, জুবেদা আক্তার সোনিয়া, মোহাম্মদ মাহবুব হাসান কাওসার, মিজানুর রহমান, রাইসা বিনতে চৌধুরী রাহা, সাইফ হাসান, হাফিজ খালেদ আহমদ, তানজীম নূর। শাহানা আক্তার, ইব্রাহিম খলিল নাবিল, উসামা তালুকদার।
অঞ্চলভিত্তিক সংগঠক (লন্ডন) :
মোহাম্মদ আনসার মিয়া,আবু সলমন মুরাদ, মো. খালেদ হুসেন,সৈয়দ পুলক,আরমান হোসাইন অনিক,আব্দুল্লাহ আল মামুন,মোহাম্মদ মিছবাহ্ উদ্দিন,আব্দুল্লাহ তারেক শাহিন খান,সালেহ আহমেদ,মোহাম্মদ মোখলেছুর রহমান,হাসান মারজান।
অঞ্চলভিত্তিক সংগঠক (বার্মিংহাম ও মিডল্যান্ডস):
সাইফুর রাজা চৌধুরী,মো আব্দুল বাসেত চৌধুরী অপু, ইকবাল হোসেন,কাজী ইউসূফ, সৈয়দ সমাউন আলী ,আহসানুল হাসান খান, হুসেইন আহমেদ।
অঞ্চলভিত্তিক সংগঠক(নর্থ ওয়েস্ট ইংল্যান্ড):
ফেরদৌস মাহমুদ, মুহাম্মদ রাকিবুল ইসলাম, কাজী আববাছ উদ্দিন।
অঞ্চলভিত্তিক সংগঠক (নর্থ ইস্ট ইংল্যান্ড):
মো. মিসকাত উদ্দিন,রুনেল খান,আল আমিন।
অঞ্চলভিত্তিক সংগঠক(ইস্ট অফ ইংল্যান্ড):
জাকির চৌধুরী (রাসেল), মো. আলী হায়দার (সুমন)।
অঞ্চলভিত্তিক সংগঠক (সাউথ ইংল্যান্ড):
খালেদ সাইফুল্লাহ,আল মামুন খান,ইমদাদুল হক,সৈয়দ তামজিদ রিবান।
অঞ্চলভিত্তিক সংগঠক (স্কটল্যান্ড):
নাঈম আহমদ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি