সিলেট ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, মে ১৪, ২০১৮
প্রভাতবেলা প্রতিবেদকঃ সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা আবারও আন্দোলনে নেমেছেন। প্রাধানমন্ত্রীর ঘোষণা অনুযারী সরকার চাকরিতে কোটা সংস্কার প্রজ্ঞাপন আকারে প্রকাশের দাবী এবার আন্দোলনারী শিক্ষার্থীদের। ছাত্রদের আবার রাজপথে আন্দোলনে বামার বিষয়টি ভাল ভাবে নিচ্ছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর দেওয়া কোটা বাতিলের ঘোষণা প্রজ্ঞাপন আকারে প্রকাশের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সোমবার (১৪ মে) ক্লাস ও পরীক্ষা বর্জনসহ ধর্মঘট পালন করছেন আন্দোলনকারীরা।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের দফায় দফায় আল্টিমেটাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুব্ধ হয়েছেন বলে জানা গেছে। সোমবার (১৪ মে) মন্ত্রিপরিষদ সভা চলাকালে প্রধানমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেছেন। মন্ত্রিপরিষদের একাধিক দায়িত্বশীল সূত্রের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রিপরিষদ সভায় উপস্থিত থাকা সূত্রের তথ্য মতে, কোটা নিয়ে আন্দোলনকারীদের আল্টিমেটামে প্রধানমন্ত্রী ক্ষুব্ধ। প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শাহবাগ অবরোধ করে রাখার বিষয়টি মন্ত্রী সভায় উঠতেই প্রধানমন্ত্রী ক্ষুব্ধ প্রকাশ করে বলে জানাগেছে।
প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমি কথা বলেছি। এই বিষয়ে কমিটি কাজ করে যাচ্ছে। এটা একটা লম্বা প্রক্রিয়া। আমি একটা যখন দিয়েছি কাজ হবে। কথায় কথায় আন্দোলনকারীরা বলে, ক্লাস করবে না। তারা যদি না করতে চায় তবে তাদেরই ক্ষতি আমি বলেছি যখন, তখন অবশ্যই হবে।’ এটা সম্পূর্ণ বাড়াবাড়ি বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
মন্ত্রনায়নে সভায় আলোচনায় অংশ নেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
এদিকে সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, সরকারি চাকরিতে কোটা সংস্কারের প্রজ্ঞাপন প্রক্রিয়াধীন আছে। তিনি বলেন,‘কোটা সংস্কারের প্রজ্ঞাপনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ক্যাবিনেট সচিবকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং নারী কোটার বিষয়ে একটি সামারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছে। তবে আমি এখনও কোনও কাগজপত্র পাইনি’।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি