সিলেট ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিকদার মোশারফ হোসেন সোনা (৭২) মারা গেছেন।
হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে মারা যান তিনি।
বুধবার সকালে তিনি নিজ বাড়িতে অসুস্থ হলে সরকারি অ্যাম্বুলেন্সে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়া হয়। এরপর সকাল সাড়ে ১০টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিকদার মোশারফ হোসেন সোনা শৈলকুপা উপজেলা পরিষদের পর পর দুইবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তার মৃত্যুতে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বলেছেন। এছাড়া শোক প্রকাশ করেছেন উপজেলা আওয়ামী লীগ, অঙ্গসংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
৬০ বছরের রাজনৈতিক জীবনে তিনি প্রথম দিকে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাথে জড়িত ছিলেন। ১৯৮৪ সালে তিনি শৈলকুপা আওয়ামী লীগে যোগদান করেন। ১৯৯৩ সালে তিনি শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১৫ সালে তিনি শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। পরপর দুইবার উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি ৭ নং হাকিমপুর ইউনিয়নের চেয়ারম্যানও নির্বচিত হয়েছিলেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি