সিলেট ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২১
সাকিবের ব্যাপারে খুব সতর্ক অস্ট্রেলিয়া।
দীর্ঘ ৪ বছর পর বাংলাদেশে এসেছে অজিরা। সবশেষ ২০১৭ সালে বাংলাদেশে এসে প্রথমবার টাইগারদের কাছে টেস্টে হেরেছিল ক্যাঙ্গারুরা। অজিদের প্রায় একাই হেরে দিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর তাইতো এবারের সফরে সাকিবের ব্যাপারে খুব সতর্ক অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। এর আগে আজ ম্যাচপূর্ববর্তী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসে নিজেদের সম্ভাবনা আর বাংলাদেশের শক্তির কথা জানান অজি অধিনায়ক। টাইগারদের সমীহ করে সাকিবের ব্যাপারে সতর্ক থাকার কথাও জানান তিনি
এ প্রসঙ্গে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক ওয়েড বলেন, ‘সে (সাকিব) ব্যাট হাতেও খুবই ভালো। সে ভালো গড়ে রান করে। সে যখন ব্যাট করবে তখন তার উইকেট গুরুত্বপূর্ণ হবে। আমরা জানি সে কি করতে পারে। এখানে ২০১৭ সালের টেস্টে সে দারুণ করেছিল। সে দলের গুরুত্বপূর্ণ সদস্য। সে বলের উজ্জ্বল অংশ কাজে লাগিয়ে বল ঘুরাতে পারে এবং এলবিডব্লিউ করে।’
তিনি আরও বলেন, ‘সে সিমের ওপর বল ফেলে এজ করতে পারে। এটা নির্ভর করবে উইকেট কেমন হবে আর আমরা তাকে কিভাবে সামলাবো। সে তাদের দলের গুরুত্বপূর্ণ অংশ।’
![]()
![]()
![]()
![]()
![]()

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি