সাগরে নিম্নচাপ ।। দেশব্যাপী নিয়ে আসবে বৃষ্টিপাত

প্রকাশিত: ২:৫০ পূর্বাহ্ণ, মে ৩০, ২০১৮

 প্রভাতবেলা প্রতিবেদকঃ রমজানের শুরুতে দেশের আবাহওয়া ছিল ‘নাতিশীতোষ্ণ’। খুব গরমও ছিল না, ঠান্ডাও নয়। ফলে স্বস্তিতে কেটেছে মে মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহের কয়েকয়েকটা ছিল। কিন্তু আকর্ষিক বৃষ্টির মাঝের মাঝেও নগরবাসী হাপিয়ে উঠেছিলেম অস্থির গরমে।

গত দুদিন প্রচন্ড গরমে চারদিক অস্থির মানুষ। একে তো রোযা, তারপর গরমের প্রকোচ।

বাতাসে অস্বাভাবিক আর্দ্রতার পরিমান কম। ফলে জনজীবন বিপর্যস্ত।

টানা কয়েকদিনের গরমে হাঁসফাঁস অবস্থা দেশবাসীর। এই অবস্থায় সাগরে অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত হয়ে নিম্নচাপের পরিণত হয়েছে। যা আগামী দু’দিনের মধ্যেই দেশব্যাপী নিয়ে আসবে বৃষ্টিপাত। এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিদফতর।

বৃষ্টিপাত হলে জনজীবনে আসবে স্বস্তি।

আবহাওয়া অধিদফতরের মঙ্গলবার (২৯ মে) এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্বমধ্য বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে।

আরও পড়ুন  ফের আসছে কঠোর বিধিনিষেধ, ক্ষমতা বাড়ছে পুলিশের

মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪১৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৫২৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৪৪০ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থান করছিল। এটি আরও ঘণীভূত হয়ে উত্তর-উত্তরপূর্ব দিক থেকে অগ্রসর হতে পারে।

সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নং স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। একই কারণে নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার যা দমকা অথবা ঝড়োহাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর মাঝারি ধরনের উত্তাল রয়েছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আরও পড়ুন  কে হচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক?

আবহাওয়াবিদ বজলুর রশিদ  জানিয়েছেন, নিম্নচাপের ফলে দু’দিনের মধ্যেই বৃষ্টিপাত বৃদ্ধি পাবে। সেই সঙ্গে কমে যাবে তাপদাহ।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, খুলনা ও বরিশাল কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়োহাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সর্বশেষ সংবাদ