সাদাপাথর: প্রাকৃতিক সম্পদ রক্ষায় দায়সারা মনোভাব আর চলতে পারে না

প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৫

সাদাপাথর: প্রাকৃতিক সম্পদ রক্ষায় দায়সারা মনোভাব আর চলতে পারে না

 

সিলেটের সীমান্তবর্তী জনপদ কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জের ‘সাদাপাথর’ নিয়ে কি ঘটছে? দেশের সাম্প্রতিক আলোচিত ঘটনাগুলোর মধ্যে “সাদাপাথর কান্ড” বিশেষভাবে জনমনে প্রশ্ন ও ক্ষোভ সৃষ্টি করেছে। রাষ্ট্রের সম্পদ, প্রাকৃতিক সম্পদ এবং জনস্বার্থের সঙ্গে জড়িত এই কান্ড আমাদের প্রশাসনিক ব্যর্থতা ও দুর্নীতির চিত্রকে আবারও উন্মোচিত করেছে।

 

‘সাদাপাথর’ শুধু একটি ভৌগোলিক স্থান নয়, এটি সিলেটসহ পুরো দেশের পর্যটন, প্রাকৃতিক সৌন্দর্য এবং অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত। অথচ, বছরের পর বছর ধরে অবৈধ পাথর উত্তোলন, নদী দখল, পরিবেশ ধ্বংস আর প্রভাবশালী মহলের দুর্নীতির কারণে এই এলাকা ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে।

 

সাম্প্রতিক কান্ডে প্রকাশিত অনিয়ম, স্বার্থসিদ্ধির খেলায় প্রশাসন ও রাজনৈতিক প্রভাবশালীদের যোগসাজশ আবারও প্রমাণ করেছে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সদিচ্ছা থাকলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না ।

এই কান্ডে কয়েকটি মৌলিক প্রশ্ন উত্থাপিত হয়েছে মোটা দাগে

 

(১) প্রাকৃতিক সম্পদ রক্ষায় সরকারী সংস্থাগুলো কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হলো কেন?

আরও পড়ুন  রোববার সুনামগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী

 

(২)স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে না কিভাবে অবৈধ কর্মকান্ড এতদূর গড়াল?

 

(৩) জনগণের সম্পদ লুটপাটে যারা দায়ী, তাদের বিচারের আওতায় আনা কতটা নিশ্চিত হবে?

 

‘সাদাপাথর’ শুধু সিলেটবাসীর নয়, সমগ্র জাতির সম্পদ। এর ধ্বংস মানে জীববৈচিত্র্যের ক্ষতি, পর্যটনের ক্ষয়িষ্ণুতা এবং নদী ও পরিবেশের মারাত্মক বিপর্যয়।

 

আমাদের দাবী,স্বচ্ছ তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হোক।অবৈধ পাথর উত্তোলন ও নদী দখল বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক। স্থানীয় জনগণের অংশগ্রহণে টেকসই পরিকল্পনা প্রণয়ন করে প্রাকৃতিক সম্পদ রক্ষা করা হোক।

 

বাংলাদেশের নদী, পাহাড়, বন এসব প্রাকৃতিক সম্পদ শুধু অর্থনৈতিক উন্নয়নের জন্য নয়, আগামী প্রজন্মের অস্তিত্বের সঙ্গেও অঙ্গাঙ্গিভাবে জড়িত। সাদাপাথর কান্ড আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, প্রাকৃতিক সম্পদ রক্ষায় দায়সারা মনোভাব আর চলতে পারে না। এখনই প্রয়োজন দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা, কার্যকর প্রশাসনিক ব্যবস্থা এবং জনগণের সচেতন অংশগ্রহণ।

আরও পড়ুন  ভালুকায় ভবনে বিস্ফোরণ: বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ